1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০৬:৫২ পূর্বাহ্ন

আগস্টের শুরু থেকেই ইতালি যেতে পারবেন বাংলাদেশীরা

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : শুক্রবার, ১৭ জুলাই, ২০২০

নিউজ ডেস্ক: অক্টোবরের বদলে আগস্টের শুরু থেকেই বাংলাদেশ থেকে ইতালিতে ঢুকতে পারা যাবে, জানাচ্ছে ইতালি সরকার৷ বাংলাদেশ থেকে ইতালিতে প্রবেশ করা নিয়ে ৫ অক্টোবর পর্যন্ত যে নিষেধাজ্ঞা জারি ছিল, সেটি এখন ৩১ জুলাই পর্যন্ত করেছে ইতালির স্বাস্থ্য মন্ত্রণালয়৷ ১ অগাস্ট থেকে যাত্রী পরিবহনের সুযোগ দিয়ে বুধবার একটি নোটাম (নোটিস টু এয়ারমেন) জারি করেছে তারা৷

বৃহস্পতিবার ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতেও বলা হয়েছে, বাংলাদেশও ১২টি দেশের সঙ্গে ৩১ জুলাই পর্যন্ত ফ্লাইট স্থগিত রেখেছে ইতালি সরকার৷ বাংলাদেশ থেকে ‘ভুয়া করোনাভাইরাস নেগেটিভ’ সনদ নিয়ে যাওয়ার বিষয়ে দেশি-বিদেশি গণমাধ্যমের খবর ঠিক নয়, তাও বিবৃতিতে উল্লেখ করেছে তারা৷

সেখানে বলা হয়, ‘‘সম্প্রতি ইতালিতে যাওয়া ১৬০০ বাংলাদেশী ভুয়া কোভিড-১৯ নেগেটিভ সার্টিফিকেট নিয়ে যাননি৷ ইতালি গিয়ে যদি প্রয়োজন পড়ে, তাই কিছু যাত্রী নিজস্ব উদ্যোগে কোভিড-১৯ সার্টিফিকেট নিয়ে গিয়েছিলেন৷”

ইতালি সরকার এখন পর্যন্ত ভ্রমণের ক্ষেত্রে কোভিড-১৯ নেগেটিভ সার্টিফিকেট বহনের শর্তও আরোপ করেনি৷

তবে পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, বাংলাদেশ থেকে গিয়ে কিছু বাংলাদেশী কোয়ারান্টিনের শর্ত মানেননি৷ ‘সম্ভবত’ তাদের কেউ কেউ সেখানে করোনাভাইরাস ছড়িয়ে দিয়েছেন৷

করোনাভাইরাস ছড়ানোর প্রেক্ষাপটে লাৎসিও অঞ্চলে থাকা প্রায় ৩০ হাজার বাংলাদেশীর সবার কোভিড-১৯ পরীক্ষা করানো হচ্ছে বলে জানানো হয় সেই বিবৃতিতে৷ লাৎসিও এলাকায় গত এক সপ্তাহে পাঁচ হাজার জনের পরীক্ষার মধ্যে ৬৫ বাংলাদেশীর শরীরে করোনাভাইরাস শনাক্তহয়েছে বলেও জানানো হয়েছে৷

ইতালিপ্রবাসী বাংলাদেশীদের মধ্যে ঢালাও করোনা পরীক্ষা

গত ৭ জুলাই ঢাকা থেকে যাওয়া যাত্রীদের মধ্যে ‘উল্লেখযোগ্য সংখ্যকের’ করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ায় এক সপ্তাহের জন্য বাংলাদেশ থেকে সব ধরনের ফ্লাইট বন্ধ রাখার ঘোষণা দিয়েছিল ইতালি কর্তৃপক্ষ৷ পাশাপাশি কয়েক সপ্তাহে সেখানে পৌঁছানো পাঁচ থেকে ছয়শ বাংলাদেশীকে খুঁজে বের করে পরীক্ষা করারও উদ্যোগ নেয় দেশটির স্বাস্থ্য দফতর৷ এর মধ্যে ইতালির রাজধানী রোম যে অঞ্চলে, সেই লাৎসিও কর্তৃপক্ষ প্রবাসী বাংলাদেশীদের ঢালাও করোনাভাইরাস পরীক্ষা করানোর উদ্যোগ নেয়৷

রয়টার্স এর আগে এক প্রতিবেদনে জানিয়েছিল, ওই অঞ্চলে নতুন করে আক্রান্তদের মধ্যে ১০ জন বাংলাদেশী৷ এই প্রেক্ষাপটে ৮ জুলাই কাতার এয়ারওয়েজের দু’টি ফ্লাইটে দোহা থেকে রোম ও মিলানে যাওয়া ১৬৫ বাংলাদেশীকে ঢুকতে না দিয়ে ফেরত পাঠায় দেশটির সরকার৷

পরদিন ঢাকা থেকে যাওয়া যাত্রীদের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ার প্রেক্ষাপটে ৫ অক্টোবর পর্যন্ত বাংলাদেশ থেকে যাওয়া সবার প্রবেশ নিষিদ্ধ করে ইতালি৷ সূত্র : ডয়চে ভেলে

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys