নিউজ ডেস্ক: বর্তমানে ফ্রান্সে রাজনৈতিক আশ্রয়প্রার্থী অনেক ভাই বোনের আবেদন OFPRA কর্তৃপক্ষ বিভিন্ন কারনে clôture বা বন্ধ করে দিচ্ছে। এ রকম অবস্থায় একজন ভুক্তভোগী কি করবেন তা নিয়ে আজকে আমরা আলোচনা করবো।
রাজনৈতিক আশ্রয় আবেদন প্রক্রিয়া বিভিন্ন কারনে বন্ধ করা যেতে পারে। উল্লেখযোগ্য কারনগুলো হলো :
১. আবেদনকারী স্বেচ্ছায় উনার আবেদনপত্র প্রত্যাহার করতে পারেন।
২. নির্ধারিত তারিখের পরে আবেদন পত্র OFPRA তে পাঠানো হলে।
৩. আবেদনকারী সহযোগিতা করতে অপারগতা প্রকাশ করলে।
৪. শুনানীর দিন উপস্থিত না হওয়া এবং অনুপস্থিতির জন্য কোন প্রমান পত্র প্রদান না করলে।
৫. আবেদনকারীর পত্র যোগাযোগের বৈধ ঠিকানা না থাকলে।
সাধারনত : এসব কারনে আবেদনকারীদের প্রক্রিয়া বন্ধ করা হয়ে থাকে।
কি করতে হবে ?
উল্লেখিত কারনে যদি কারো আবেদন প্রক্রিয়া বন্ধ হয়ে যায় তাহলে নয় মাস পর আবারও আবেদন করতে পারবেন। এ বিষয়ে বলা হয়েছে, আবেদন প্রক্রিয়া বন্ধ হয়ে গেলে প্রিফেকচ্যুরে নয় মাস পর গিয়ে নতুন করে আবেদন করতে হবে। সে সময় প্রিফেকচ্যুর একটি বিশেষ ফরম দিবে আবেদন করার জন্য। সে ফরমটি পুরন করে আট দিনের মধ্যে OFPRA তে পাঠালে আবার নতুন করে রাজনৈতিক আশ্রয় প্রক্রিয়া শুরু করতে পারবেন।
কোন কারনে নয় মাসের সময়সীমা অতিক্রম হয়ে গেলে আবেদনকারীর রাজনৈতিক আশ্রয় আবেদন নতুন করে শুরু করা যাবে না। সে ক্ষেত্রে আবেদনকারীকে অবশ্যই réexamen বা পুনর্বিবেচনার জন্য আবেদন করতে হবে।