আমাদেরকথা ডেস্ক: ফ্রান্স বাংলাদেশ বিজনেস ফেডারেশন (এফবিবিএফ)র নবগঠিত কমিটি ঘোষণা করা হয়েছে।
সাত্তার আলী সুমন (শাহ আলম) কে সভাপতি ও সুব্রত ভট্টাচার্য শুভকে সাধারণ সম্পাদক মনোনীত করে ১১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
রোববার প্যারিসের স্থানীয় একটি রেস্টুরেন্টে এ উপলক্ষে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভা সঞ্চালনা করেন এমদাদুল হক স্বপন। এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলা অটো স্কুল এর পরিচালক হোসেন সালাম রহমান ,মনিরুল ইসলাম বাবু , মাদব কান্তি দে প্রমুখ।
সংগঠনের সহ-সভাপতি ইয়াহিয়া খান নুরুল আমিন কমিটির সদস্যদের নাম ঘোষণা করেন।
২০২১ -২০২৩ মেয়াদের এ কমিটির সদস্যরা হলেন সভাপতি সাত্তার আলী সুমন (শাহ্ আলম),সাধারণ সম্পাদক সুব্রত ভট্টাচার্য শুভ ,অর্থ সম্পাদক রেদোয়ান আহমেদ জুয়েল,সহ সভাপতি তাপস বড়ুয়া রিপন , ইয়াহিয়া খান নুরুল আমিন,টিএম রেজা,আজিজুর রহমান আজিজ,আশরাফুল ইসলাম বেলাল,যুগ্মসাধারণ সম্পাদক এমদাদুল হক স্বপন,কামাল মিয়া,নির্বাহী সদস্য কবির আহম্মেদ।
এসময় নেতৃবৃন্দ বলেন ,এই সংগঠন ফ্রান্সের ব্যবসায়ীদের কল্যাণে কাজ করার পাশাপাশি কমিউনিটির কল্যাণেও কাজ করবে।