নিউজ ডেস্ক: বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য নেত্রী নিপুণ রায় চৌধুরীর বিরুদ্ধে তিনদিনের রিমান্ডের আবেদন মঞ্জুর করেছে আদালত। গতকাল বিকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশীদ তার রিমান্ডের আবেদন মঞ্জুর করেন। একই অভিযোগে অপর আসামি আরমান হোসেনকেও তিনদিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। মামলাটির তদন্ত কর্মকর্তা হাজারীবাগ থানার পুলিশের উপপরিদর্শক (এসআই) সুদীপ কুমার বিশ্বাস তাদের আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেছিলেন। আদালত তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন।
উল্লেখ্য, নাশকতার ষড়যন্ত্রের অভিযোগে রোববার ঢাকার রায়েরবাজার বাসা থেকে নিপুণ রায়কে গ্রেপ্তার করে র্যাব। আর আরমানকে কেরানীগঞ্জ থেকে গ্রেপ্তার করে। পরে নিপুণ রায় ও আরমান হোসেনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করে হাজারীবাগ থানা পুলিশ। নিপুণ রায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের পুত্রবধূ ও বিএনপির ভাইস চেয়ারম্যান এডভোকেট নিতাই রায় চৌধুরীর মেয়ে।।