নিউজ ডেস্ক: চুল ছাড়া মাথা, পরনে সন্ন্যাসীদের কাপড়। বসে আছেন গম্ভীর হয়ে। আইপিএল-২০২১ শুরুর আগে সম্পূর্ণ নতুন এক সাজে দেখা গেলো ভারতের বিশ্বকাপ জয়ী অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে।
স্টার স্পোর্টস ইন্ডিয়ার টুইটারে পোস্ট করা ছবিটি ইতোমধ্যে ভাইরাল হয়েছে।
প্রিয় খেলোয়াড়ের এমন ছবিতে রীতিমত চমকে গেছেন ভক্ত অনুরাগীরা। কেউ বলছেন এটি কোনো বিজ্ঞাপনের শ্যুটের জন্য, আবার কেউ বা বলছেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নতুন আসরের জন্য নতুন বেশে আসছেন তিনি।
এদিকে, দলের নিয়মিত অনুশীলনের পাশাপাশি দলের প্রচারণার জন্য বিজ্ঞাপণের শুটিং করছেন বলে জানা গেছে।
আন্তর্জাতিক ক্রিকেটে মহেন্দ্র সিং ধোনির অভিষেকের সময় লম্বা চুলটাই অনেকের নজরে আসে। এরপর ২০১১ বিশ্বকাপ পর্যন্ত লম্বা চুলই ধোনির ব্র্যান্ড। ভারত বিশ্বকাপ জয়ের পর অবশ্য সেই লম্বা চুল ছেঁটে ফেলেন তিনি। এরপর আর লম্বা চুলে দেখা যায়নি ভারতের বিশ্বকাপ জয়ী এই অধিনায়ককে।