1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০৯:০৬ পূর্বাহ্ন

কন্যাকে সামনে আনলেন কোহলি-আনুষ্কা

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : সোমবার, ১ ফেব্রুয়ারী, ২০২১

নিউজ ডেস্ক: চলতি মাসের ১১ তারিখ বাবা হয়েছেন ভারত জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি। মুম্বাইয়ের এক হাসপাতালে কন্যা সন্তানের জন্ম দেন বিরাটপত্মী আনুষ্কা শর্মা। এবার নিজেদের সদ্যজাত সন্তানকে প্রকাশ্যে আনলেন এই জনপ্রিয় দম্পতি।

কোহলি-আনুষ্কার কন্যাকে দেখার জন্য উদগ্রীব ছিলেন নেটিজেনরা। গত মাসে জন্ম হলেও আজ সোমবার (১লা ফেব্রুয়ারি) মেয়েকে সামনে আনলেন ক্রিক-বলি দম্পতি। এমনকি করোনার কারণে সর্তকতা হিসেবে নিকটাত্মীয়দেরও হাসপাতালে দেখা করার অনুমতি দেয়া হয়নি।

ইনস্টাগ্রামে অ্যাকাউন্টে মেয়ের ছবি পোস্ট করে আনুষ্কা লিখেন, ‘আমরা আমাদের জীবনে অনেক সুখি ছিলাম। কিন্তু আমাদের কন্যা ভামিকা আনন্দ ষোলআনা পূর্ণ করেছে। তাকে নিয়ে আমাদের জীবন সম্পূর্ণ। আশীর্বাদ, শুভেচ্ছার জন্য সবাইকে ধন্যবাদ জানাই।’

গত বছর ২৭ আগস্ট সোশ্যাল মিডিয়ায় আনুষ্কার সন্তানসম্ভবার কথা জানান কোহলি।
কিন্তু তার পরেও নভেম্বরে সংযুক্ত আরব আমিরাতে আইপিএলের ত্রয়োদশ সংস্করণেও বিরাটের সঙ্গী হয়েছেন আনুষ্কা।

অ্যাডিলেডে ভারত-অস্ট্রেলিয়ার প্রথম টেস্টের পরই সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে দেশে ফিরে আসেন কোহলি। তারপর থেকে নিয়মিত আনুষ্কার পাশে দেখা গিয়েছে ভারত অধিনায়ককে।

২০১৭ ডিসেম্বরে ইতালিতে এক রাজকীয় অনুষ্ঠানে বলিউড অভিনেত্রী আনুষ্কা শর্মাকে বিয়ে করেন ভারত অধিনায়ক বিরাট কোহলি।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys