নিউজ ডেস্ক: মানব সেবায় দেশ এবং প্রবাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় কুলাউড়ায় অবস্থানরত দুই প্রবাসী মুখ সাংবাদিক লুৎফুর রহমান বাবু ও শিমুল খান কে সংবর্ধনা দিয়েছে জনপ্রিয় অনলাইন পোর্টাল ভয়েস অব কুলাউড়া ।
এ উপলক্ষে ২২ জানুয়ারি শুক্রবার সন্ধ্যায় উত্তর বাজারস্থ ছামী ইয়ামী চায়নিজ বাংলায় ভয়েস অব কুলাউড়ার সম্পাদক আব্দুল কাইয়ুম মিন্টু’র সভপতিত্বে এবং ব্যবস্থাপনা সম্পাদক নুরুল ইসলাম ইমন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন ফাত্তাহ পলাশ, এইচ ডি রুবেল, অদুদ হোসেন,শুন্য সুমন, জাকির হোসেন, কার্জন খন্দকার, শেখ সুমন, অনিক রহমান,রুহুল আমিন রাজ্জাক, রাহিম আহমেদ মান্না,আজিজ আহমেদ, প্রমুখ। অনুস্টান শেষে ভয়েস অব কুলাউড়া পক্ষ থেকে সংবর্ধিত ব্যক্তিদের শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়।