নিউজ ডেস্ক: রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্মাণাধীন তৃতীয় টার্মিনালে মাটি খোঁড়ার সময় ২৫০ কেজি ওজনের আরো একটি বোমা উদ্ধার করা হয়েছে। সোমবার সকালে বোমাটি উদ্ধার করা হয়।
বাংলাদেশ বিমানবাহিনী ঘাঁটি বঙ্গবন্ধুর প্রশিক্ষিত বোমা নিষ্ক্রিয়করণ দল আধুনিক যন্ত্রপাতি নিয়ে দ্রুততার সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে বোমাটি নিষ্ক্রিয় করে। পরে বোমাটি ধ্বংস করতে সতর্কতার সঙ্গে টাইঙ্গাইলের রসলপুর ফায়ার রেঞ্জে পাঠানো হয়।
আইএসপিআরের বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশেষজ্ঞরা ধারণা করছেন বোমাটি ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় ভূমিতে নিক্ষেপ করা হয়েছিল।
এর আগে গেল বুধবার বিকেলে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্মাণাধীন তৃতীয় টার্মিনালে মাটি খোঁড়ার সময় ২৫০ কেজি ওজনের বোমা উদ্ধার করা হয়। সেই বোমাটি নিষ্ক্রিয় করে ময়মনসিংহ বিমান বাহিনীর মুক্তাগাছা ঘাঁটিতে পাঠিয়ে দেয় বিমানবাহিনীর বোম্ব ডিসপোজাল ইউনিট।