নিউজ ডেস্ক: চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
মঙ্গলবার (৩ নভেম্বর) সন্ধ্যায় তার করোনা পজেটিভ শনাক্ত হয়।
তিনি বলেন, সকালে নমুনা সংগ্রহ করার পর চট্টগ্রাম মেডিক্যাল কলেজ ল্যাবে আ জ ম নাছির উদ্দীনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় তার শরীরে করোনা ভাইরাস পাওয়া গেছে।
এর আগে সকালে জ্বর-স্বর্দিসহ করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে নগরের পাঁচলাইশের পার্ক ভিউ হাসপাতালে ভর্তি হন সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন। সামান্য উপসর্গ থাকলেও শারিরীকভাবে তিনি সুস্থ রয়েছেন বলে চিকিৎসকেরা জানিয়েছেন।