নিউজ ডেস্ক: টানা ব্যস্ত সময় পার করছিলেন অভিনেত্রী তানজিন তিশা। এরমধ্যেই গত দু’দিন জ্বর বোধ করছিলেন। স্বাদ-ঘ্রাণ কিছুই পাচ্ছিলেন না। এরপর করোনা পরীক্ষা করালে গতকাল রোববার তিনি জানতে পারেন তিনি করোনাভাইরাসে আক্রান্ত।
করোনা আক্রান্তের খবরটি গণমাধ্যমে নিশ্চিত করে তানজিন তিশা বলেন, ‘জ্বর, খাবারের স্বাদ না পাওয়া ছাড়া আর কোনো সমস্যা হচ্ছে না। হালকা কাশিও আছে। টেস্টের রেজাল্ট পাওয়ার পর থেকেই আইসোলেশনে আছি। শুটিং ও সব কাজ বাতিল করেছি।’