1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১১:৫৮ অপরাহ্ন

করোনায় আক্রান্ত সোহম

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২০

নিউজ ডেস্ক: ওপার বাংলার অভিনেতা সোহম চক্রবর্তী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন। তবে অবস্থা খুব একটা আশঙ্কাজনক নয়। সব সময় অভিনেতার শারীরিক অবস্থার দিকে নজর রাখছেন চিকিৎসকরা। সোহমের আক্রান্ত হওয়ার খবর এখনও সরকারিভাবে জানানো হয়নি।

তবে ‘হিন্দুস্তান টাইম’সে প্রকাশিত খবর অনুযায়ী, অভিনেতার স্ত্রী এবং পরিবারের অন্যান্যদেরও করোনা পরীক্ষা করা হয়েছে। তাদের রিপোর্ট নেগেটিভ এসেছে বলে জানানো হয়েছে।

করোনায় কলকাতার অবস্থা খুবই করুণ। দৈনিক তিন হাজারের বেশি আক্রান্ত হচ্ছেন এই মহামারীতে। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৬২ জনের। যার মধ্যে শুধু কলকাতারই ১৫ জন। আর উত্তর ২৪ পরগনার ১১ জন। আক্রান্তও প্রায় ৭০০ জন করে। করোনা নিয়ে দুই জেলা যেন প্রতিযোগিতায় নেমেছে।

মঙ্গলবার রাজ্য স্বাস্থ্য ভবনের বুলেটিনের পরিসংখ্যান অনুযায়ী, একদিনে ফের ৬২ জনের মৃত্যু হয়েছে। যা রাজ্যে দৈনিক সর্বোচ্চ মৃতের সংখ্যা। এর আগে সোমবার মৃতের সংখ্যা ছিল ৫৬ জন। সব মিলিয়ে রাজ্যে মোট মৃত্যু হয়েছে ৪,৮৯৯ জনের।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys