নিউজ ডেস্ক: যুদ্ধ বিধ্বস্ত সিরিয়ায় জাতিসংঘের দুইশ জনেরও বেশি কর্মী আক্রান্ত হয়েছেন। সংস্থাটির এক কর্মকর্তার ফাঁস হওয়া একটি চিঠি থেকে বিষয়টি বেরিয়ে আসে।
বার্তা সংস্থা রয়টার্সের কাছে চিঠিটি আসে। সিরিয়ায় জাতিসংঘের আবাসিক কো–অর্ডিনেটর ইমরান রিজা এ চিঠিটি লিখেন সংস্থাটির এজেন্সিগুলোর হেডকে।
এতে বলা হয়, আক্রান্তদের চিকিৎসা সেবা দিতে কোনো স্বাস্থ্য সুবিধা সুরক্ষিত করার চেষ্টা করছে জাতিসংঘ। আক্রান্তদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের স্বাস্থ্য সেবার অধীনে নেয়া হয়েছে।
গত দুই মাসে সিরিয়ায় করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এর মধ্যে জাতিসংঘ কর্মীদের আক্রান্ত হওয়ার বিষয়টি প্রকাশ পেল।
ওয়ার্ল্ডোমিটার ইনফো জানায়, মধ্যপ্রাচ্যের দেশটি এখন পর্যন্ত তিন হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন, এর মধ্যে মারা গেছেন ১৩৪ জন।