নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রের লুসিয়ানা উপকূলে আঘান হেনেছে হারিকেন লরা। এতে প্রচণ্ড বাতাস এবং আকস্মিক বন্যার সৃষ্টি হয়েছে। ঘণ্টায় ১৫০ কিলোমিটার বেগে আঘাত হানা ঝড়কে চতুর্থ শ্রেণীর বিপদজনক ঝড় হিসেবে ঘোষণা দিয়েছে দেশটির জাতীয় হারিকেন সেন্টার। খবর বিবিসির।
যদি ঝড়ের গতি অব্যাহত থাকে তবে এটাকে দেশটির উপকূলীয় অঞ্চলের সবচেয়ে শক্তিশালী ঝড় হিসেবে বিবেচনা করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এরই মধ্যে নিরাপদ স্থানে চলে যেতে রাজ্য সরকারের পক্ষ থেকে স্থানীয় বাসিন্দাদের সতর্ক করা হয়েছে। রাজ্যটির প্রায় ৩ লাখ নাগরিক বিদুৎহীন অবস্থায় রয়েছে। টেক্সাসের ৭৫ হাজার বাসায় বিদুৎ সংযোগ বন্ধ করা হয়েছে।
হারিকেন লরা ২৪ ঘণ্টায় ৭০ শতাংশ শক্তি বৃদ্ধি করে তৃতীয় থেকে চতুর্থ পর্যায়ের বিপদজনক ঝড়ে পরিণত হয়েছে। টেক্সাসের ৪ লাখ ২০ হাজারের বেশি মানুষকে আবাস ছেড়ে নিরাপদ স্থানে চলে যেতে দিতে নির্দশ দেয়া হয়েছে।