নিজস্ব প্রতিবেদক: ফ্রান্সে মুসলিম ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা পালিত হবে ৩১ শে জুলাই। এবার অন্যবারের তুলনায় একদম আলাদাভাবে পবিত্র ঈদুল আজহা পালিত হতে যাচ্ছে। মহামারি করোনার জন্য সুরক্ষা মেনে নামাজ হবে এমনটাই বলেছেন বাংলাদেশ কমিউনিটি মসজিদ ও ইসলামিক সেন্টার।
বাংলাদেশ কমিউনিটি মসজিদ ও ইসলামিক সেন্টারের পক্ষ থেকে নির্দেশনা দিয়েছেন, সকলকে জায়নামাজ ও মাস্ক আনতে হবে। এবং বাসা থেকে ওযু করে আসার জন্য অনুরোধ করেছেন।
ঈদুল আজহা জামায়াতের সময়সূচী:
সকাল ৭ টা থেকে ঈদুল আজহা জামায়াত শুরু হবে। সকাল ৭ টায় প্রথম জামায়াত ২য় টি ৭টা ৪৫ মিনিটে। ৩য় জামায়াত ৮টা ৩০মিনিটে ৪র্থ জামায়াত ৯ টা ১৫ মিনিটে এবং ৫ম জামায়াত ১০ টায়। ধাপে ধাপে মোট ৫টি জামায়াত অনুষ্ঠিত হবে।
মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে ইউরোপের সবকটি দেশেই যথারীতি ঈদ জামাত অনুষ্ঠিত হয়। ফ্রান্সের প্যারিসের বাঙ্গালী অধ্যুষিত অভারভিলা, মেট্রো হোস, এস্তা জামে মসজিদে একাধিক ঈদ জামাত অনুষ্ঠিত হয়। এছাড়া প্যারিসে অদূরে তুলুজ, লীলসহ বড় শহরগুলোতে ঈদ জামাত অনুষ্ঠিত হয়।