নিউজ ডেস্ক: কক্সবাজারে করোনার সহায়তা তহবিলের উপদেষ্টা, জেলা পুলিশের (সদর সার্কেল) অতিরিক্ত পুলিশ সুপার আদিবুল ইসলাম করোনায় আক্রান্ত হয়েছেন।
বুধবার রাতে কক্সবাজার মেডিকেল কলেজের রিপোর্টে তার করোনা পজিটিভ আসে। মঙ্গলবার তিনি নমুনা জমা দেন। রিপোর্ট পাওয়ার পর থেকে তিনি বাসায় আইসোলেশনে রয়েছেন।
সূত্রমতে, করোনার মহামারীর শুরু থেকে এই পুলিশ অফিসার নিজেকে কক্সবাজারের বাসিন্দার মত আন্তরিকতা দিয়ে স্থানীয়দের মহামারী থেকে বাঁচাতে যুদ্ধ করেছেন।
কখনও ত্রাণ তহবিল, কখনও মাইক হাতে তুলে সতর্কতার বার্তা, আবার কখনও শাসন কিংবা মিনতি করে স্থানীয়দের করোনার মহামারী থেকে রক্ষা পেতে নির্দেশ দিয়েছেন। সব মিলে অসাধারণ ভূমিকা ছিল এই যোদ্ধার।
কিন্তু তিনিই আক্রান্ত হওয়ায় পুলিশ প্রশাসনসহ সাধারণ মানুষের মাঝে চাপা কষ্ট বিরাজ করছে। পাশাপাশি দোয়া চেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ঝড় উঠেছে।
অতিরিক্ত পুলিশ সুপার আদিবুল ইসলাম যুগান্তরকে বলেন, জ্বর কখনও ১০২ আবার কখনও ১০০-এর নিচে আসছে।
তবে শারীরিকভাবে সুস্থ আছেন বলে দাবি করে তিনি বলেন, কক্সবাজারের মানুষ যদি এখনও সচেতন না হয়, তা হলে খুবই কষ্ট পেতে হবে। তাই সবাইকে লকডাউন মেনে ঘরে থাকার পরার্মশ দেন তিনি। পাশাপাশি সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন মো. আদিবুল ইসলাম।