নিউজ ডেস্ক: কুলাউড়া পৌরসভার ৬নং ওয়ার্ডের ভোলানাথের রাস্তাটি বেহাল দশায় পতিত হয়েছে। বৃষ্টি হলেই ডুবে যায় রাস্তাটি ফলে সাধারণ মানুষের পায়ে হেঁটে চলাচল করাই দুষ্কর হয়ে পড়ে। প্রতিদিনিই এই রাস্তা দিয়ে জয়পাশা গ্রামের শত শত মানুষ যাতায়াত করেন । খাল–বিলের ময়লা-আবর্জনা মিশ্রিত দূষিত পানি বাড়িতে ঢুকে পড়ায় ডায়রিয়া, কলেরা, টাইফয়েডসহ পানিবাহিত নানা রোগ ছড়ানোর আশংকা করছেন এলাকাবাসীরা ।
রাস্তা আর জমির পানির সমান থাকায় সহজে বোঝার উপায় থাকে না- কোথায় রাস্তা আর কোথায় জমি। পানির মধ্যে দিয়ে চলতে গিয়ে অনেকে আহত হন । তাই দ্রুত রাস্তা টি সংস্কার করে জনদুর্ভোগ লাগবে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহনের জোর দাবী জানিয়েছেন জয়পাশা গ্রামের বাসিন্দারা।