নিউজ ডেস্ক: করোনা পরিস্থিতিতে আবারো ব্রাহ্মণবাড়িয়ায় হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এবার গরুর ঘাস রাখাকে কেন্দ্র করে জেলার সরাইলে মো. মহিউদ্দিন নামে সাত বছরের এক শিশু হত্যাকাণ্ডের শিকার হয়েছে। এ ঘটনায় মো. কবির নামে এক প্রতিবেশীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
হত্যাকাণ্ডের শিকার শিশু মহিউদ্দিন উপজেলার নোয়াগাঁও গ্রামের লিয়াকত মিয়ার ছেলে। রোববার (০৩ মে) ভোরে বাড়ির পাশের বিল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তি মো. কবির হত্যাকাণ্ডের বিষয়টি পুলিশের কাছে স্বীকার করেছে।
নোয়াগাঁও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কাজল চৌধুরী জানান, ওই শিশুটি তিন দিন ধরে নিখোঁজ ছিল। এক ব্যক্তির দেয়া তথ্যের ভিত্তিতে ওই শিশুর মরদেহ উদ্ধার করা হয়। এটি হত্যাকাণ্ড বলেই মনে হচ্ছে। তিনি বলেন শারীরিক সমস্যার কারণে ঘটনাস্থলে যেতে পারছি না বলে বিস্তারিত জানতে পারিনি।
সরাইল থানার ওসি নাজমুল আহমেদ জানান, কবির মিয়ার গরুর ঘাস রাখাকে কেন্দ্র করে ওই শিশুর পরিবারের সঙ্গে বিরোধ দেখা দেয়। বিরোধের বিষয়টি সে মনে চাপা দিয়ে রাখে। প্রতিশোধ নিতে শিশুটিকে হত্যা করা হয় বলে সে স্বীকার করেছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এদিকে ব্রাহ্মণবাড়িয়ায় ২৬ মার্চ থেকে এ পর্যন্ত আটটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। সংঘর্ষ হয়েছে ২০টিরও বেশি। গত ১১ এপ্রিল থেকে ব্রাহ্মণবাড়িয়া জেলাকে লকডাউন করা হয়। এ পর্যন্ত জেলায় ৪৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন দু’জন।