নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রে করোনা পরিস্থিতির উন্নতি হওয়ার কোনও লক্ষণ দেখা যাচ্ছে না। শুক্রবারও দেশটিতে ২ হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছে। এর আগে করোনায় বিশ্বের আর কোনও দেশে একদিনে এত বেশি সংখ্যাক মানুষ প্রাণ হারায়নি।
জনস হপকিন্স ইউনিভার্সিটির দেয়া তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় সেখানে ২ হাজার ১০৮ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। যুক্তরাষ্ট্রে করোনায় সবমিলিয়ে মারা গেছেন ১৮ হাজার ৭৪৭ জনের মৃত্যু হয়েছে। এই সংখ্যা ইতালির মৃত্যুহারের কাছাকাছি।
ইতালিতে করোনায় সবমিলিয়ে ১৮ হাজার ৮৪৯ জনের মৃত্যু হয়েছে। অর্থাৎ যুক্তরাষ্ট্র করোনায় মৃত্যুতে যে কোনও সময় ইতালিকে হটিয়ে শীর্ষে উঠে যাচ্ছে। এখন পর্ন্ত ইউরোপের এই দেশটিতেই করোনায় সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়েছে।
এদিকে করোনায় আক্রান্তের তালিকায় এখনও সর্বোচ্চ স্থানটি ধরে রেখেছে যুক্তরাষ্ট্র। গত শুক্রবারও সেখানে নতুন করে কোভিড-১৯য়ে আক্রান্ত হয়েছেন ৩৩ হাজারের বেশি মানুষ। ফলে দেশটিতে মোট করোনাভাইরাসে আক্রান্ত মানুষের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ লাখ ২ হাজার ৮৭৬য়ে।