নিউজ ডেস্ক: করোনা ভাইরাসে ফ্রান্সে মৃত্যু ১০ হাজার ছাড়িয়ে গেছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়য়ের তথ্য অনুযায়ী গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে ১ হাজার ৪১৭ জনের মৃত্যু হয়েছে। সেখানে করোনা ছড়িয়ে পড়ার পর একদিনে এটি সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। এতে দেশটিতে মৃতের সংখ্যা ১০ হাজার ৩২৮ জনে দাঁড়ালো।
করোনা সন্দেহে হাসপাতালে ভর্তি, ৫০ বাড়ি লকডাউন
জনস্বাস্থ্য কর্তৃপক্ষের পরিচালক জেরোমি সালোমন জানান, ফ্রান্স এখনো মহামারির চূড়ায় পৌঁছাইনি।
গত ১৫ মার্চ থেকে লকডাউনে আছে ফ্রান্স। লকডাউন বিধি লঙ্ঘন করলে জরিমানার বিধানও রাখা হয়েছে। মঙ্গলবার প্যারিসের কর্তৃপক্ষ জানিয়েছে, স্থানীয় সময় সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত বাইরে বের হয়ে ব্যায়াম করার ওপরও নিষেধাজ্ঞা আরোপ করবে তারা।
প্রসঙ্গত, করোনাভাইরাস এরই মধ্যে বিশ্বের ৮২ হাজার ২৩ জনের প্রাণ কেড়ে নিয়েছে। এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৪ লাখ ১১ হাজার ৩৩২ জন। এর মধ্যে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ইতালিতে ১৭ হাজার ১২৭ জন।