নিউজ ডেস্ক: কোভিড-১৯ পরিস্থিতির কারণে এখানে আটকা পড়া ৩ শতাধিক জাপানি নাগরিক আগামীকাল বৃহস্পতিবার সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ চার্টার্ড ফ্লাইটে টোকিওর উদ্দেশ্যে ঢাকা ছেড়ে যাবে।
বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মোকাব্বির হোসেন আজ বুধবার সামাজিক গণমাধ্যমে সংবাদিকদের জানান, জাপানি নাগরিকদের বহনকারী বোয়িং-৭৭৭ বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আগামীকাল সকাল ১০টায় জাপানের নারিতা বিমানবন্দরের উদ্দেশে ছেড়ে যাবে।
বিমান সূত্র জানায়, এখানকার জাপানি দূতাবাস বাংলাদেশ সরকারের মাধ্যমে বিমানটি ভাড়া করার অনুমোদন নিয়েছে।
এছাড়া, গত সোমবার ২৬৯ জন মার্কিন নাগরিক কাতার এয়ারওয়েজের একটি বিশেষ বিমানে করে এখান থেকে তাদের দেশে চলে গেছে। এর আগে, ২২৫ জন মালয়েশিয়ান এবং ১৩৯ জন ভুটানের নাগরিক তাদের নিজস্ব পছন্দ অনুযায়ী চার্টার্ড বিমানের মাধ্যমে ঢাকা ছেড়ে গেছেন।
প্রাণঘাতি ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে নিয়মিত বিমান যোগাযোগ বিশ্বব্যাপী প্রায় স্থগিত হওয়ায় বিভিন্ন দেশ তাদের নাগরিকদের ফিরিয়ে নিতে চার্টার্ড ফ্লাইটের ব্যবস্থা করেছে। বাসস