নিউজ ডেস্ক: ত্রেভিজো বাংলা স্কুলের প্রথম সাময়িক পরীক্ষার ফলাফল এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকদের প্রাণবন্ত উপস্থিতিতে এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পপতি মনোয়ার ক্লার্ক।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গুসেপ্পে বাদলা , মোবারক হোসেন,ভেনিস ভৈরব পরিষদের সভাপতি এবং বাংলাদেশ সমিতির সাধারণ সম্পাদক কাজী রোনাক, ইতালি বাংলা গেস্ট হাউজের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম।
এসময় অতিথিবৃন্দ বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।
প্রধান অতিথি মনোয়ার ক্লার্ক তার বক্তব্যে বলেন আগামী প্রজন্মকে বাংলা শিক্ষা দিলেই বাংলাদেশের সাথে প্রবাসীদের মেলবন্ধন তৈরী হবে। দেশের সমৃদ্ধি অর্জনের জন্য প্রজন্মকে সাথে নিয়ে প্রবাসে শক্তিশালী কমিউনিটি গঠন করতে হবে।