নিউজ ডেস্ক: ফ্রান্সে করোনা ভাইরাসে এখন পর্যন্ত মারা গেছেন ৯ জন। আক্রান্ত হয়েছেন ৬১৩ জন। এদিকে আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। প্রতিদিনই আক্রান্ত হচ্ছে নতুন নতুন এলাকা। আক্রান্ত হয়েছেন দেশটির একজন সংসদ সদস্য।
স্থানীয়রা বলেন, প্রায় এক মাস থেকে ফ্রান্সে এ ভাইরাসের প্রাদুর্ভাব। এখন প্রতিদিনই আক্রান্তের সংখ্যা বাড়ছে। আমাদের সবাই ভীত। আমাকে প্রতিদিন মেট্রোতে অফিসে আসতে হয়। আক্রান্তের সংখ্যা যেভাবে বাড়ছে, তা অব্যাহত থাকলে আমিও আর অফিসে আসবো না।
করোনা ভাইরাসের কারণে বড় প্রভাব পরেছে ব্যবসা বাণিজ্যে। কমে গেছে ক্রেতা সাধারণের উপস্থিতি। প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী বলেন, সব সময় এখানে মানুষ জনের কোলাহল ছিল। কিন্তু রাস্তাঘাট সব ফাঁকা হয়ে গেছে। রেস্টুরেন্টেও লোকজন ঢুকে না। তাদের মধ্যে ভয়ভীতি কাজ করছে। আমরা খুবই ক্ষতির মুখে আছি।
প্রাণঘাতি করোনার আক্রমন ঠেকানো না গেলে বা বন্ধ না হলে বড় ধরনের ক্ষতির সম্মুখীন হবেন ব্যবসায়ীরা।