নতুন ঠিকানায় রাজধানী প্যারিসের লা কর্নভ এলাকায় ড্রাইভিং প্রশিক্ষণ কেন্দ্র বাংলা অটো ইকোল’র আরেকটি শাখা উদ্বোধন করা হয়েছে ।
গত ২৫শে জানুয়ারি (রোববার) স্হানীয় সময় সন্ধ্যায় দোয়া ও কেক কাটার মধ্য দিয়ে নতুন এ শাখার উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালক হোসেন সালাম রহমান বলেন , “আপনাদের দোয়া ,ভালোবাসা ও সহযোগিতা নিয়ে এই প্রতিষ্ঠানগুলো থেকে আপনাদের সর্বোচ্চ সেবা দেয়ার চেষ্টা করে যাচ্ছি, অন্যান্য শাখার মত এখানেও আপনারা ড্রাইভিং প্রশিক্ষণ বিষয়ে সব ধরনের তথ্য বিনামূল্যে পাবেন।”
তিনি আরো বলেন, “ফ্রান্সে ড্রাইভিং সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু প্রবাসী বাংলাদেশিরা ফরাসি ভাষাগত দূর্বলতার কারণে ড্রাইভিং প্রশিক্ষণ নিতে কিছুটা ভয় পায়, আমি দৃঢ় চিত্তেই বলতে পারি আমার এ প্রতিষ্ঠানে আসলে তাদের সেই ভয় দূর হবে” ।
অনুষ্ঠানে ফ্রান্সের বাংলাদেশী কমিউনিটির রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।