গত ৩ আগষ্ট রোববার প্যারিসের ক্যাথসীম স্থানীয় একটি রেষ্টুরেন্টে “সিলেট সদর ৪নং খাদিমপাড়া ইউনিয়ন মানব কল্যাণ এসোসিয়েশন” ফ্রান্সের নতুন কমিটি গঠনের জন্য এক সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন ফরিদ আহমেদ এবং সভা সঞ্চালনা করেন সামাদ আহমেদ। উক্ত সভায় “সিলেট সদর ৪নং খাদিমপাড়া ইউনিয়ন মানব কল্যান এসোসিয়েশন”
ফ্রান্সের নতুন কমিটি গঠনের জন্য সর্বসম্মতি ক্রমে সভাপতি হিসেবে ইমতিয়াজ আহমদ দিলাল ও সাধারণ সম্পাদক মোঃ নিজাম আহমদ এবং সাংগঠনিক সম্পাদক জুয়েল আহমেদকে মনোনীত করা হয়। এবং আগামীতে দ্রুত সময়ের মধ্যে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করার জন্য সকলে একমত পোষণ করেন।
উক্ত সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপদেষ্টা পরিষদের সদস্য আব্দুল হক, ফরিদ উদ্দিন, সোহেল আহমেদ, জবরুল ইসলাম, নজির উদ্দিন, শাহীন আহমেদ, সুমন আহমেদ, সেলিম আহমেদ, শামীম মারুফ প্রমুখ।
আরও বক্তব্য রাখেন, আব্দুল এমাদ সুহিন, মোঃ মুন্না আমেদ, মাহদি হাসান, সাহিম আহমেদ, রাজু আহমেদ , মোঃ রুসেল আসেদ, জাবেদ আমেদ, রাসেন আহমেদ প্রমুখ ।