নিউজ ডেস্ক: ফ্রান্স ক্রিকেট বোর্ডে নির্বাচিত ছয় বাংলাদেশি সদস্যকে সংবর্ধনা প্রদান করেছে ইউরোপ ভিত্তিক সংবাদ মাধ্যম ‘আমাদের কথা’। গত শনিবার (২৪ মে) রাজধানী প্যারিসের স্থানীয় একটি অভিজাত রেস্টুরেন্টে এই সংবর্ধনার আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফ্রান্স ক্রিকেট বোর্ডের সভাপতি প্রভু বালান ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহ গ্রুপের চেয়ারম্যান সাত্তার আলী সুমন (শাহ আলম)।
অনুষ্ঠানে সংবর্ধিত ফ্রান্স ক্রিকেট বোর্ডের নির্বাচিত বাংলাদেশি সদস্যদের কাছে “প্রত্যাশা ও পরামর্শ” শীর্ষক এক মতবিনিময় অনুষ্ঠিত হয়। এতে ফ্রান্সের বাংলাদেশি বিভিন্ন ক্রিকেট ক্লাব সংশ্লিষ্ট ও ক্রীড়ানুরাগিরা তাদের মতামত তুলে ধরেন।
ফ্রান্সে ‘ক্রিকেট বাংলাদেশিদেরকে আলাদাভাবে ফরাসি জাতির কাছে পরিচয় করিয়ে দিতে পারে’ বলে মতামত জানিয়ে অনেকেই বলেন, ”ফরাসি জাতীয় ফুটবল দলে বর্তমানে আফ্রিকান বংশোদ্ভূত অনেকেই খেলছেন এবং ভালো পারফরম্যান্স করছেন, সেই খেলোয়াড়দের সুবাদে তাদের পূর্বপুরুষদের জাতি ও দেশ সম্পর্কে আলাদাভাবে অনেকেই চিনছেন এবং জানতে পারছেন।”
আবার অনেকেই বলেন- এই বাংলাদেশিরা ফ্রান্স ক্রিকেট বোর্ডে জায়গা করে নেওয়ায় এখন তারা নীতিনির্ধারণী পর্যায়েও ভূমিকা রাখতে পারবেন এবং এখানে ক্রিকেটকে এগিয়ে নিয়ে যেতে কার্যকর ভূমিকা পালন করবেন।
মতবিনিময়কালে অনুষ্ঠানের প্রধান অতিথি ফ্রান্স ক্রিকেট বোর্ডের সভাপতি প্রভু বালান বলেন, ক্রিকেটের প্রতি আলাদা একটি আবেগ ও ভালোবাসা বাংলাদেশিদের রয়েছে যার প্রমাণ ফ্রান্সে শত ব্যস্ততার মধ্যেও তরুণরা একাধিক ক্রিকেট ক্লাব গঠন করেছে এবং তারা দেশটির জাতীয় ক্রিকেট লিগেও অংশগ্রহণ করছে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে দেশটির জাতীয় ক্রিকেট দলেও বাংলাদেশিরা জায়গা করে নিয়েছে।
এ সময় তিনি ক্রিকেটের স্বার্থে বাংলাদেশিদের সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফ্রান্স বাংলাদেশ বিজনেস ফোরামের সাধারণ সম্পাদক সুব্রত ভট্টাচার্য শুভ, বেঙ্গল টাইগার স্পোর্টিং ক্লাবের প্রধান উপদেষ্টা ও ফ্রান্স দর্পণ পত্রিকার প্রকাশক মিয়া মাসুদ,কাউন্সিলর ও স্তা ক্রিকেট একাডেমির পরিচালক রাব্বানী খান , মির্জা ফাউন্ডেশনের চেয়ারম্যান মির্জা মাজহারুল বার্নাড, ড্রাইভিং প্রশিক্ষণ কেন্দ্র বাংলা অটো ইকোল’র পরিচালক হোসেন সালাম রহমান, সাফ সভাপতি এন কে নয়ন। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, স্বরলিপি সাংস্কৃতিক গোষ্ঠী, প্যারিস এর সভাপতি এমদাদুল হক স্বপন, বিসিএফ এর সভাপতি এমডি নূর, ফ্রান্স বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি ফেরদৌস করিম আখঞ্জী, সাবেক সভাপতি আবু তাহির, গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশন ফ্রান্স’র সভাপতি ফয়সল উদ্দিন, স্বরলিপি সাংস্কৃতিক গোষ্ঠী ফ্রান্সের সভাপতি নজরুল চৌধুরী, ঢাকা ক্লাব ফ্রান্সের সভাপতি রানা রহমান, সাধারণ সম্পাদক কামাল শিকদার, ফ্রাংকো- বাংলা এসোসিয়েশনের সেক্রেটারি মনিরুল ইসলাম, বিসিসিপি সাধারণ সম্পাদক ওয়াহিদুজ্জামান টিপু, এনটিভি ইউরোপ এর ফ্রান্স ব্যুরো চীফ আবুল কালাম মামুন, মাই টিভি প্রতিনিধি বাদল পাল, স্বরলিপির সাধারণ সম্পাদক মনসুর বেংগল টাইগার্স স্পোর্টিং ক্লাবের সভাপতি আরিয়ান খান, ফ্রান্স বাংলাদেশ প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক শেখ সামিরা, উপস্থাপিকা তানিয়া রহমান, আমাদের কথা’র বার্তা সম্পাদক নদী, রোমানা মনসুর, প্রমুখ
অনুষ্ঠান সঞ্চালনা করেন আমাদের কথা সম্পাদক মোহাম্মদ লুৎফুর রহমান বাবু ও সাংস্কৃতিক সংগঠক নোভা।
সংবর্ধিত ৬ বাংলাদেশি হলেন- জুবায়ের আহমেদ, ফাতেমা খাতুন, মোহাম্মদ আজিজুল হক সুমন, ফাতেমা সরকার, রোজলিন গোমেজ, সোনিয়া জামান ।
তাদেরকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।