1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০৫:২০ পূর্বাহ্ন

চীন ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে ফোনালাপ

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫

নিউজ ডেস্ক: চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দারের সঙ্গে ফোনে কথা বলেছেন। ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান পরিস্থিতি চীন নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছেন ওয়াং ই। রোববার (২৭ এপ্রিল) চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম গ্লোবাল টাইমস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

চীনের পররাষ্ট্রমন্ত্রী দারকে বলেছেন, জম্মু ও কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর হামলার ঘটনায় নিরপেক্ষ তদন্তকে সমর্থন করে চীন।

ওয়াং আরও বলেছেন, চীন আশা করে যে উভয় পক্ষই সংযম প্রদর্শন করবে। একে অপরের দিকে এগিয়ে আসবে এবং উত্তেজনা কমাতে কাজ করবে।

এদিকে ভারত সরকার ঘোষিত সময়সীমার মধ্যে ২৭২ জন পাকিস্তানি নাগরিক গত দুই দিনে আত্তারি-ওয়াঘা সীমান্ত দিয়ে নিজ দেশে পৌঁছেছেন। এদিকে, একই সময়ে পাকিস্তান থেকে ভারতে ফিরেছেন ৬২৯ জন ভারতীয় নাগরিক, যাদের মধ্যে ১৩ জন ছিলেন কূটনীতিক ও সরকারি কর্মকর্তা।

 

জানা গেছে, রোববার (২৭ এপ্রিল) ‘লিভ ইন্ডিয়া’ নোটিশের শেষ দিনে আরও কয়েক শ পাকিস্তানি নাগরিক ভারত ত্যাগ করবেন। ভারতীয় এক সরকারি কর্মকর্তা এসব তথ্য নিশ্চিত করেছেন।

ভারত সরকারের নির্দেশনা অনুযায়ী, ১২ ধরনের স্বল্পমেয়াদি ভিসাধারী পাকিস্তানি নাগরিকদের আজকের মধ্যেই ভারত ছাড়তে হবে। এ তালিকায় রয়েছে ব্যবসা, চলচ্চিত্র, সাংবাদিকতা, সম্মেলন, শিক্ষার্থী, তীর্থযাত্রীসহ বিভিন্ন ধরনের ভিসাধারীরা। তবে দীর্ঘমেয়াদি ভিসা এবং কূটনৈতিক বা সরকারি ভিসাধারীরা এই নির্দেশের আওতার বাইরে থাকবেন।

সাম্প্রতিক উত্তেজনার মূল কারণ মঙ্গলবার (২২ এপ্রিল) ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ জনের মৃত্যু। ভারত সরাসরি পাকিস্তানের দিকে অভিযোগের আঙুল তুলেছে, যদিও পাকিস্তান সরকার এই অভিযোগ অস্বীকার করেছে। এর পরই নয়াদিল্লি থেকে পাকিস্তানি নাগরিকদের উদ্দেশ্যে ‘লিভ ইন্ডিয়া’ নোটিশ জারি করা হয়।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys