নিউজ ডেস্ক: গত শনিবার (১২ এপ্রিল) প্যারিসের নিকটস্থ এক অভিজাত রেস্টুরেন্টের হল রুমে খ্যাতনামা ইসলামিক স্কলার এমসি ইনস্টিটিউট ফ্রান্স এর প্রতিষ্ঠাতা ও প্রিন্সিপাল মাওলানা বদরুল বিন হারুন রচিত বই ” কীভাবে গড়বেন নেক সন্তান” বইয়ের প্রকাশনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এমসি ইনস্টিটিউটের প্রধান উপদেষ্টা শরীফ আল মুমিনের সভাপতিত্বে ও সাংবাদিক মুহাম্মদ কামারুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ফ্রান্সের সরবোন বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপিকা হুরায়রা কাওয়ারির। বিশেষ অতিথি হিসেবে আলোচনায় অংশ নেনে ফ্রান্স বাংলাদেশ জার্নালিস্ট অ্যাসোসিয়েশন- এফবিজেএ সমন্বয়ক মোহাম্মদ মাহবুব হোসাইন, ফ্রান্স বাংলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক লুৎফর রহমান বাবু , সাবেক সহ সভাপতি আব্দুল আজিজ সেলিম, ।মাওলানা নাজির আহমেদ, অধ্যাপিকা নাজিয়া বিনতে মুসি, অধ্যাপিকা নাজনীন বেগম ও কাউন্সিলর কৌশিক রাব্বানী ।
অনুষ্ঠানে শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন হাফেজ জুবায়ের আহমেদ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এমসি ইনস্টিটিউট এর সাধারণ সম্পাদক মোহাম্মদ আরিফুজ্জামান ইমন।
মূল প্রবন্ধ উপস্থাপন করেন লেখক মাওলানা সোয়াহেল আহমেদ সোহেল অনুষ্ঠানে ইসলামী সঙ্গীত পরিবেশন করেন কবি ও সঙ্গীত শিল্পী সাইফুল আলম।
এছাড়াও উপস্থিত ছিলেন এমসি ইনস্টিটিউটের সদস্য এডভোকেট মনোয়ার পাটোয়ারী, হাবিবুর রহমান, মিসবাহ উদ্দিন, ফ্রান্সের বাংলাদেশী কমিউনিটির সর্বস্তরের মানুষ।