1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
সোমবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৫, ০৯:৫৫ পূর্বাহ্ন

ফ্রান্সে আলো ছড়ানো এক শিল্পীর কথা

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : রবিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৫

আমাদেরকথা ডেস্ক: দেশের শিক্ষা জীবন শেষে শিক্ষকতা পেশায় ছিলেন বলেই বিদেশেও হয়তোবা এই পেশার প্রতি তার একটুও টান কমেনি। ইউরোপের ব্যস্ত জীবনে যেখানে প্রতিটি মিনিট ব্যয় করতে হয় নানা হিসাব-নিকাশ কষে , থাকে অর্থ মূল্যের হিসেবেও সেখানে একেবারে বিনামূল্যে নতুন প্রজন্মের শিশু কিশোরদের বাংলা গান শিখিয়ে আলো ছড়াচ্ছেন ফ্রান্সে বাংলা গানের শিল্পী সুমা দাস।

শিল্প সাহিত্য ও সংস্কৃতির শহর প্যারিসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের বিভিন্ন বয়সী বাংলাদেশী ছেলে মেয়েদের বাংলা ভাষা ও গান শেখানোর একমাত্র স্কুল “বাংলা স্কুল”।সেই প্রতিষ্ঠানেই দীর্ঘদিন ধরে ছেলে-মেয়েদের গান শেখাচ্ছেন তিনি। নিজের সন্তানের মত ভালবেসেই এই ছেলে মেয়েদের তিনি বাংলা গান শেখান। মহান বিজয় দিবস থেকে একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস – স্কুলের সব অনুষ্ঠানের পাশাপাশি কমিউনিটির বিভিন্ন অনুষ্ঠানে তাঁর শিক্ষার্থীরা মুক্তিযোদ্ধাদের ও ভাষা শহীদদের স্মরণে রচিত গান পরিবেশন করেন। এই ছেলেমেয়েদের কন্ঠে বাংলা গান শুনে মুগ্ধ হন উপস্থিত দর্শকরা, করেন প্রশংসাও। এ বিষয়ে তিনি বলেন, “আমার প্রাপ্তি এটাই”।

সুমা দাস র জন্ম বৃহত্তর সিলেটের কুলাউড়ায়। সংস্কৃতি চর্চার জন্য সিলেট বিভাগে ব্যাপক পরিচিতি রয়েছে এই শহরের। শহরের ঐতিহ্যবাহী ডাকবাংলো প্রাঙ্গণে প্রতি বছর বিজয় মেলায় যে সাংস্কৃতিক অনুষ্ঠান হতো সেখানে তিনি নিয়মিত সংগীত পরিবেশন করতেন।

সাত বছর বয়স থেকেই তিনি গান শেখা শুরু করেন। সংগীতে হাতেকড়ি তার মায়ের কাছেই। শিশু শিল্পী হিসেবেও তিনি গান গেয়েছেন অনেক বড় বড় মঞ্চে। রবীন্দ্র সংগীত দিয়ে জীবনের সঙ্গীত জীবন শুরু হলেও এখন আধুনিক ফোক গান গেয়ে বেশি জনপ্রিয় তিনি। রাজধানী প্যারিসের বাংলাদেশী কমিউনিটির বিভিন্ন অনুষ্ঠানে তিনি নিয়মিত বাংলা গান পরিবেশন করেন। শিশু শিল্পী হিসাবে তিনি যেমন বেশ কিছু পুরস্কার অর্জন করেছেন তেমনি প্যারিসে বাংলা গান পরিবেশন করার কারণেও পেয়েছেন অনেকগুলো সম্মাননা।

তাঁর বাবা ছিলেন একজন বীর মুক্তিযোদ্ধা পেশায় ছিলেন শিক্ষক। মাও ছিলেন শিক্ষক। মুলত তাঁদের কাছ থেকেই শিক্ষকতা পেশার অনুপ্রেরণা পান তিনি।

শুধু মঞ্চ’ই নয় ; বেতার টেলিভিশনেও তিনি গান পরিবেশন করেছেন।
সিলেট বেতারের পাশাপাশি বাংলাদেশের একমাত্র সরকারি চ্যানেল বিটিভিসহ বেসরকারি বেশ কটি চ্যানেলে তিনি গান পরিবেশন করেন,কূড়ান দর্শকদের প্রশংসাও। গান পরিবেশন এর পাশাপাশি সাহিত্যাঙ্গানে রয়েছে তার বেশ পদচারণা। সাহিত্য পত্রিকা গুলোতে লেখালেখির পাশাপাশি তার কয়েকটি কবিতার বইও বের হয়েছে।

ছাত্রজীবনও তিনি ছিলেন তুখোড় মেধাবী। যার স্বাক্ষর রাখেন তিনি তার পরীক্ষার ফলাফলে।

ব্যক্তি জীবনে স্বামী অজয় দাসের সাথেই তিনি বসবাস করছেন রাজধানী প্যারিসে দীর্ঘদিন থেকে।

ফ্রান্সে নতুন প্রজন্মকে বাংলা গান শিখিয়ে আলো ছড়ানো এই শিল্পীর কাছে প্রশ্ন রেখেছিলাম “এক জীবনে কি আছে চাওয়ার” ? স্বভাব সুলভ হাসি দিয়ে তার উত্তর ছিল,” সৃষ্টিকর্তা আমাকে সব দিয়েছেন, মানুষ আমাকে যে ভালোবাসা দিয়েছে তার ঋণ শোধ করতে চাই গান দিয়ে যদিও তা সম্ভব না জানি, আমি হয়তো একদিন থাকবো না কিন্তু এই ছেলে মেয়েরাই একদিন ফ্রান্সের বড় বড় মঞ্চে বাংলা গান পরিবেশন করবে এই ভাবনায় আমাকে সবচেয়ে বেশি আনন্দিত করে, এক জীবনে আমার এর থেকে আর কি বা চাওয়ার আছে বলেন “

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys