1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৫:০১ পূর্বাহ্ন

‘সবাই বলতেন হিমেলকে দিয়ে হবে না কিন্তু শাকিব খান আমার উপর আস্থা রাখেন’

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : বৃহস্পতিবার, ৩ আগস্ট, ২০২৩

নিউজ ডেস্ক: ঈদে মুক্তি প্রাপ্ত সিনেমা ‘প্রিয়তমা’। ব্যবসা সফল সিনেমাগুলোর একটি। যা এখনো মহাসমারোহে দেশ-বিদেশের প্রেক্ষাগৃহে সগৌরবে চলছে। হিমেল আশরাফের পরিচালনায় এতে অভিনয় করেছেন শাকিব খান ও কলকাতার নায়িকা ইধিকা পাল। সম্প্রতি পরিচালকসহ শাকিব নিউইয়র্কে প্রেক্ষাগৃহে ‘প্রিয়তমা’ দেখেছেন। আর সিনেমা শেষে ভক্ত-শ্রোতাদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করেন তারা। এসময় ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক অশ্রু সিক্ত হন। চোখের কোণে জমলো জল। সেই ভিডিও হিমেল আশরাফ শেয়ার করেন ফেসবুকে।

ক্যাপশনে এই নির্মাতা বলেন, ‘২০১৭ সালে “প্রিয়তমা” বানানোর ঘোষণার পরে আমাকে আমেরিকা চলে আসতে হয় জীবনের প্রয়োজনে। তারপর থেকে আজ পর্যন্ত আমাকে মিডিয়াতে ছোট করে হলেও বাঁচিয়ে রেখেছিলেন শাকিব খান। আমি দেশে উপস্থিত ছিলাম না, এরপরেও তার প্রায় প্রতিটি সিনেমার অনুষ্ঠানে তিনি আমার কথা বলতেন, আমার নাম বলতেন।’

হিমেল আশরাফ আরও লিখেছেন, ‘প্রিয়তমা’ না করতে পারার পরেও তার ঘরের ‘রাজকুমার’ ও ‘মায়া’ নামের দুইটা সিনেমায় আমার নাম ঘোষণা করার পরে মোটামোটি সবাই টিটকারি মেরে হেসেছেন। তাকে সবাই বলতেন হিমেলকে দিয়ে হবে না, নাটকের ছেলে, নাটক বানিয়ে ফেলবে। কেউ বলতেন ওর প্রথম সিনেমা ভালো যায় নাই, কুফা ভাই নিয়েন না। কেউ কেউ বলেছে শাকিব ভাই ভুল করতেছেন, ওতো নাটকের কিছু করতে পারে নাই, পরে বুঝবেন। ৯৯ ভাগ মানুষ শাকিব ভাইর কাছে আমার নামে নেগেটিভ মন্তব্য করতেন। কিন্তু কোনো এক অদ্ভুত কারণে উনি আমার উপর আস্থা পেতেন। প্রায়ই বলতেন তুই একদিন বড় ডিরেক্টর হবি হিমেল। আমি আজও জানি না তিনি আসলে কেনো বলতেন এই কথা। শুধু আমাকে না, আমার অনুপস্থিতিতেও তিনি খুবি কনফিডেন্সের সঙ্গে বলতেন হিমেল ভালো বানাবে। তার কথা শুনে মানুষ মুচকি হাসত।’

শাকিব খানকে ধন্যবাদ জানিয়ে ‘প্রিয়তমা’র নির্মাতা বলেন, ‘আজ “প্রিয়তমা” দেখার শেষে তার ভেজা চোখে চোখ পরতেই আমাকে দেখে হেসে আমার কাধে হাত রেখে কিছু না বলেও যেন কত কিছু বললেন। আর আমি তার বিজয়ের হাসি দেখে মনে মনে বারবার বলছিলাম ভাইয়া থ্যাংক ইউ। শাকিব খানের ব্যস্ত শিডিউলে হয়তো তার সঙ্গে আমার অনেক কাজ হবে না, কিন্তু একজন নির্মাতা হিমেল আশরাফ আজীবন শাকিব খানের কাছে ঋণী হয়ে থাকবে।’

উল্লেখ্য, ভার্সেটাইল মিডিয়ার প্রযোজনায় শাকিব ও ইধিকার পাশাপাশি এই সিনেমাতে আরও অভিনয় করেছেন কাজী হায়াৎ, শহীদুজ্জামান সেলিম, লুৎফর রহমান জর্জ, ডন, শহীদ উন নবী, এলিনা শাম্মীসহ অনেকেই। এটি প্রযোজনা করেছেন আরশাদ আদনান।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys