নিউজ ডেস্ক: পুলিশের গুলিতে এক কিশোর নিহতের ঘটনায় ব্যাপক বিক্ষোভে উত্তাল ফ্রান্স। শনিবার চতুর্থ দিনের মতো বিক্ষোভ হয়েছে। ফ্রান্সের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে বেলজিয়ামেও।
তুরস্কভিত্তিক আনাদোলু এজেন্সির খবরে বলা হয়েছে, ফ্রান্সের ঘটনায় প্রতিবেশী দেশ বেলজিয়ামেও বিক্ষোভ হয়েছে। ওই বিক্ষোভ থেকে দেশটির পুলিশ ৬৩ জনকে গ্রেফতার করেছে।
খবর অনুসারে, বেলজিয়ামের অ্যাননেসেনস এলাকায় পুলিশ ও বিক্ষোভকারীরা সংঘাতে জড়িয়ে পড়ে। এরপর পুলিশ বিক্ষোভকারীদের গ্রেফতার করে।
এছাড়া গত বৃহস্পতিবার সেন্ট্রাল ব্রাসেলসে বিক্ষোভ হয়। ওই বিক্ষোভ থেকে একটি বাসের জানালা ভাঙচুর করে বিক্ষোভকারীরা।