নিউজ ডেস্ক: বাংলাদেশ থেকে আগত গার্মেন্টস ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন ফ্রান্স সাংবাদিক ও ব্যবসায়ী নেতৃবৃন্দ।
রোববার সন্ধ্যায় প্যারিসের উপকণ্ঠ ক্যাথসিমার একটি রেস্টুরেন্টে এসভা অনুষ্ঠিত হয়।
এসময় বক্তব্য রাখেন ইউরো বাংলা বিজনেস এসোসিয়েশন প্রেসিডেন্ট মঞ্জুরুল হাসান চৌধুরি সেলিম, ফ্রান্স আওয়ামী লীগ সাধারন সম্পাদক দেলওয়ার হোসেইন কয়েছ, বিডি ফার্নিচারের চেয়ারম্যান মিয়া মাসুদসহ বাংলাদেশী ব্যাবসায়িরা।
ফ্রান্সের সাংবাদিক ও ব্যবসায়ী নেতা আবু তাহিরের সভাপতিত্বে ও সাংবাদিক ওমর ফারুকের পরিচালনায় এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন-সাংবাদিক আব্দুল আজিজ সেলিম, মিজানুর রহমান, ফ্রান্স আওয়ামী লীগের সহ সভাপতি সোহরাব মিরদা, বাংলাদেশ থেকে আগত ব্যাবসায়ী আবুল কালাম আজাদ, রেজাউল ইসলাম রাকিব, মাসুদুর রহমান, সৈয়দ আলমগীর কবির ও আল হেলাল।