নিজস্ব প্রতিবেদক: কর্মব্যস্ততার মাঝে একদন্ড অন্যদিকে নজর দেওয়ার অবকাশ নেই। নারী হিসেবে তিনি অন্য নারীর অনুপ্রেরণা হতে পারেন নিঃসন্দেহে। প্রবাসে থেকেও তিনি দেশের মানুষের খোঁজখবর রাখেন প্রতিনিয়ত।
অর্থনীতিতে তার অবদান একটু হলেও বলতে হয়। তিনি একজন রেমিটেন্স যোদ্ধা। তিনি আর কেউ নন। তিনি ‘আমাদেরকথার প্রকাশক ফাতেমা খাতুন। আজ ফাতেমা খাতুনের জন্মদিন। তিনি তাঁর জন্মদিনে দেশ-বিদেশে সবার কাছে দোয়া প্রার্থণা করেছেন।
ফাতেমা খাতুনের সহযোগিতায় আমাদেরকথা পত্রিকা প্রায় ১০ বছরের দোরগোড়ায়। সত্য, বস্তুনিষ্ঠ তথ্যের মাধ্যমে আমাদেরকথা আজ সবার কাছে জনপ্রিয়। বিশেষকরে প্রবাসীদের জন্য এটি একটি নির্ভরতার নাম।
জন্মদিনে ফাতেমা খাতুন আমাদেরকথার সম্পাদক লুৎফুর রহমান বাবুকে ধন্যবাদ জ্ঞাপন করে বলেন, ‘আমাদেরকথার’ মহতী উদ্যোগ সম্পাদকের মাধ্যমেই নির্ভরযোগ্য গনমাধ্যমের তালিকায় যুক্ত হয়েছে। আমি চাই মানুষের কথা বলতে। সেইসব প্রান্তিক মানুষের কথা বলতে চাই যারা সত্যিই নিপেড়িত, অবহেলিত।’