নিউজ ডেস্ক: নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে টস জিতে ফিল্ডিং করছে বাংলাদেশ। স্বাগতিক অস্ট্রেলিয়াকে হারিয়ে খোশ মেজাজে থাকা ভারতকে হারিয়েই উড়ন্ত সূচনা করতে চায় বাংলাদেশ।
অস্ট্রেলিয়ার পার্থে টুর্নামেন্টের ৬ষ্ঠ ম্যাচে গ্রুপ এ থেকে মোকাবেলা করছে বাংলাদেশ ও ভারত। ম্যাচের দ্বিতীয় ওভারেই তানিয়া ভাটিয়াকে ফিরিয়ে দেন অধিনায়ক সালমা খাতুন। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ভারতের সংগ্রহ ৫.৩ ওভারে ৫৩ রান ২ উইকেট।
বাংলাদেশ স্কোয়াড: মুরশিদা খাতুন, শামীমা সুলতানা, সানজিদা ইসলাম, নিগার সুলতানা, ফারজানা হক, রুমানা আহমেদ, সালমা খাতুন (অধিনায়ক), ফাহিমা খাতুন, জাহানারা আলম, পান্না ঘোষ, নাহিদা আক্তার।