নিউজ ডেস্ক: ইংল্যান্ডের বিপক্ষে আজ জিতলেই আরেকটি ইতিহাস রচনা করার গৌরব অর্জন করবে বাংলাদেশ। যে সংস্করণে অবস্থান সবচেয়ে নড়বড়ে, সেই টি-টোয়েন্টিতে বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে প্রথমবার মুখোমুখি হয়েই সিরিজ জিতেছে বাংলাদেশ। স্মরণীয় সিরিজ জয়টা আবার দাপটের সঙ্গে এক ম্যাচ হাতে রেখেই।
মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আজ জিতলেই ইংল্যান্ডকে বাংলাওয়াশের তিক্ত স্বাদ দেবে টিম টাইগার্স। ধারাভাষ্যকার আতহার আলী খান কিংবা শামীম চৌধুরীর মুখে হয়তো আবারও শোনা যাবে ‘বাংলাওয়াশ’ শব্দটি।
২০১০ সালে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয়টি বৃষ্টিতে ভেসে গিয়েছিল। বাকি চার ম্যাচ জিতেছিল বাংলাদেশ। সেটিকে হোয়াইটওয়াশ ধরে নিয়ে ‘বাংলাওয়াশ’ কথাটির প্রচলন। এর আগে-পরেও প্রতিপক্ষকে ধবলধোলাই করেছে বাংলাদেশ। শুরুটা হয়েছিল ২০০৬ সালে কেনিয়াকে দিয়ে, সর্বশেষ গত বছর সংযুক্ত আরব আমিরাত হয়েছে এর শিকার।