নিউজ ডেস্ক: ফ্রান্সের প্যারিসে প্রতি বছরের মতো এবারও অনুষ্ঠিত হয়েছে কৃষি মেলা। প্যারিস কৃষি মেলা ২৫ ফেব্রুয়ারী শনিবার দুপুর থেকে শুরু হয়েছে। চলবে ৫ মার্চ পর্যন্ত।
প্যারিস ১৫ এরিয়ার Place de la Porte de Versailles গ্রাউন্ডে এই মেলা ২৫ ফেব্রুয়ারী শনিবার দুপুরের উদ্ধোধন করেছেন ফ্রান্স প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ। জনসাধারণের জন্য প্রতিদিন মেলা চলবে সকাল ৯ টা থেকে সন্ধ্যা ৭ টায়।
প্রবেশ মূল্য জনপ্রতি ১৬ ইউরো। শিক্ষার্থীদের জন্য ৯ ইউরো। সেখানে সকল ধরণের প্রাণী, পশুপাখি, প্রদর্শনি করা হবে। বেচাকিনা হবে। সেখানে বড় বড় পশু, প্রাণী দেখতে দেখতে অবাক হবেন।
এই মেলায় অনেক কৃষি ফার্ম তাদের কৃষি কাজের জন্য লোক নেয়। যারা বেকার আছেন তারা মেলায় যাওয়ার সময় একটা সিভি হাতে নিয়ে প্রদর্শনিতে আসা কৃষক বা কৃষি ফার্মের প্রতিনিধিদের সাথে কথা বলে তাদের ফার্মে বা কৃষি কাজের সুযোগ মিলতে পারে।