নিউজ ডেস্ক: তুরস্কের ধ্বংসস্তূপ থেকে ২৪৮ ঘন্টা পরে উদ্ধারকর্মীরা জীবিত উদ্ধার করেছেন ১৭ বছর বয়সী এক বালিকাকে। তুরস্কের রাষ্ট্র পরিচালিত টিআরটি হ্যাবার সম্প্রচার মাধ্যম এ খবর জানিয়ে বলেছে, কাহরামানমারাস প্রদেশে ওই বালিকাকে উদ্ধার করা হয়।
তিনি জীবিত আছেন এ খবরে সেখানে এক হৃদয়বিদারক দৃশ্যের সৃষ্টি হয়। অনেকে আনন্দে কেঁদে ফেলেন। কেউ কেউ ‘আল্লাহু আকবর’ ধ্বনি দেন। এতে নিখোঁজ স্বজনদের মনে নতুন করে আশার আলো দেখা দিয়েছে। তারা মনে করছেন, এখনও ধ্বংসাবশেষের নিচে বেঁচে আছেন তাদের স্বজনরা।
দ্রুত উদ্ধার অভিযান চালালে তাদেরকে জীবিত বের করা সম্ভব হবে। ওদিকে ৬ই ফেব্রুয়ারি তুরস্ক ও সিরিয়াতে ভয়াবহ ভূমিকম্পে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ৪২,০০০। তুরস্কের কর্তৃপক্ষ বলেছে, শুধু সেখানেই নিহতের সংখ্যা ৩৬,১৮৭।