1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০১:৩৪ পূর্বাহ্ন

প্রথম নারী নভোচারীকে মহাকাশে পাঠাচ্ছে সৌদি আরব

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৩

নিউজ ডেস্ক: সৌদি আরব তার প্রথম নারী মহাকাশচারী রায়ানা বার্নাভিকে এই বছরের শেষের দিকে মহাকাশ মিশনে পাঠাবে, রাষ্ট্রীয় গণমাধ্যম এখবর জানিয়েছে। রাজ্যের অতি-রক্ষণশীল ভাবমূর্তি পরিবর্তনের এটি আরো একটি পদক্ষেপ। সরকারী সৌদি প্রেস এজেন্সি রবিবার জানিয়েছে, “২০২৩ সালের দ্বিতীয় ত্রৈমাসিকে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (ISS) একটি মিশনে সহকর্মী সৌদি নভোচারী আলী আল-কারনির সাথে যোগ দেবেন রায়ানা বার্নাভি। সংস্থাটি বলেছে-”মহাকাশচারীরা “এএক্স-২” মহাকাশ মিশনের ক্রুতে যোগ দেবেন এবং ফ্লাইটটি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে শুরু হবে। ” ২০১৯ সালে প্রথম সংযুক্ত আরব আমিরশাহী তার নাগরিকদের একজনকে মহাকাশে পাঠায়।তেল সমৃদ্ধ দেশ সৌদি এখন প্রতিবেশী আরব আমিরাতের পদাঙ্ক অনুসরণ করতে চলেছে। সেই সময়, মহাকাশচারী হাজ্জা আল-মানসুরি আইএসএস-এ আট দিন কাটিয়েছিলেন। আরেক সহকর্মী আমিরাতি, সুলতান আল-নিয়াদিও এই মাসের শেষের দিকে যাত্রা করবেন। ৪১ বছর বয়সী নেয়াদি প্রথম আরব মহাকাশচারী হবেন যিনি মহাকাশে ছয় মাস কাটাবেন, তাঁকে “মহাকাশের সুলতান” নামে ডাকা হয়। তিনি স্পেসএক্স ফ্যালকন ৯ রকেটে চড়ে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের উদ্দেশে রওনা দেবেন। উপসাগরীয় রাজতন্ত্রগুলি একাধিক প্রকল্পের মাধ্যমে তাদের শক্তি-নির্ভর অর্থনীতিকে বৈচিত্র্যময় করার চেষ্টা করছে।

সৌদি নেতা ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানও সংস্কারের জন্য চাপ দিয়ে রাজ্যের কঠোর ভাবমূর্তি ঝেড়ে ফেলার চেষ্টা করছেন। ২০১৭ সালে তার ক্ষমতায় উত্থানের পর থেকে, নারীদের গাড়ি চালানোর এবং পুরুষ অভিভাবক ছাড়া বিদেশ ভ্রমণের অনুমতি দেওয়া হয়েছে। ২০১৬সাল থেকে কর্মক্ষেত্রে নারীদের অনুপাত দ্বিগুণেরও বেশি হয়েছে, ১৭ শতাংশ থেকে বেড়ে ৩৭ শতাংশ হয়েছে। মহাকাশে সৌদি আরবের অভিযান অবশ্য প্রথম নয়। ১৯৮৫ সালে, বিমান বাহিনীর পাইলট তথা সৌদি যুবরাজ সুলতান বিন সালমান বিন আব্দুল আজিজ মার্কিন-সংগঠিত মহাকাশ মিশনে অংশ নিয়েছিলেন, মহাকাশে ভ্রমণকারী প্রথম আরব মুসলিম হয়েছিলেন সুলতান। ২০১৮ সালে সৌদি আরব একটি মহাকাশ কর্মসূচি স্থাপন করে, যুবরাজ সালমানের ভিশন ২০৩০ এজেন্ডার অংশ এই মহাকাশ মিশন।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys