1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ০৪:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সে বিএনপি’রর প্রাথমিক সদস্য গ্রহণের জন্য আলোচনা সভা অনুষ্ঠিত ফ্রান্সে সিলেটবাসীর ৮ দফা’র প্রতি সংহতি প্রকাশ ফ্রান্সে “আশা এবং আমার সংগ্রাম” গ্রন্থের মোড়ক উন্মোচন ‘বাংলা প্রেস ক্লাব অব মিশিগান ইউএসএ’র নতুন কমিটি ঘোষণা প‍্যারিসে বৃহৎ টেপ টেনিস ক্রিকেট টুর্নামেন্টের জমজমাট ফাইনাল সম্পন্ন প্যারিসে প্রবাসী বাংলাদেশিদের হাতে সবুজ উদ্যোগের আলোকছটা ‘বাংলাদেশি স্টুডেন্টস ফোরাম ফ্রান্স’র নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা ফ্রান্সে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সিলেট সদর ৪নং খাদিমপাড়া ইউনিয়ন মানব কল্যাণ এসোসিয়েশন ফ্রান্সের কমিটি গঠন ফ্রান্সে কুলাউড়া উপজেলা ওয়েলফেয়ার এসোসিয়েশনের উদ্যোগে বনভোজন ও মিলন মেলা সম্পন্ন

নতুন বছরে স্বরলিপির আনন্দ আয়োজন

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : সোমবার, ২ জানুয়ারী, ২০২৩

নিউজ ডেস্ক: ফ্রান্সে খৃষ্টীয় নতুন বছরকে স্বাগত জানিয়ে আনন্দ আয়োজন অনুষ্ঠানের আয়োজন করে সাংস্কৃতিক সংগঠন স্বরলিপি শিল্পী গোষ্ঠী । রোববার রাজধানী প্যারিসের স্হানীয় একটি রেস্টুরেন্টের হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয় ।

 

ফ্যামিলি গেট টুগেদার বলা হলেও কমিউনিটির নানা গুনীজন, রাজনৈতিক ব্যাক্তিত্ব সহ সবার উপস্হিতিতে অনুষ্ঠানটি ফ্যামিলির সীমাবদ্ধ ছাড়িয়ে সবার মিলন মেলায় পরিণত হয় । সন্ধ্যা থেকেই আসতে শুরু করেন অতিথিরা । এক সময় পুরো হল পরিপূর্ন হয়ে যায় ।

ইংরেজী নতুন বছরের অনুষ্ঠান হলেও পুরো অনুষ্ঠান জুড়েই ছিল দেশীয় আমেজ । দেশাত্ববোধক গান থেকে শুরু করে হালের সাদা সাদা কালা কালা গান পরিবেশন করেন স্হানীয় শিল্পীরা । তবে শুধু গানেই নয়; খাবারেও ছিল দেশের ছোয়া। দেশীয় শীতের নানা পিঠাপুলি ও নানা মুখরোচক খাবার পরিবেশন করা হয় উপস্থিত অতিথিদের মাঝে ।

আনন্দ আয়োজনের এ অনুষ্ঠানে ছিল নাচ আর তাতে অংশগ্রহণ করেন উপস্থিত অতিথিরাই!

নতুন বছরের অনুষ্ঠান আর কেক কাটা না হলে কি তার পরিপূর্নতা পায় ? আর তাই তো অথিতিদের নিয়ে নতুন বছরের কেক কাটেন সংগঠনের সদস্যরা ।

সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলীর উপস্থাপনায় ও এমদাদুল হক স্বপনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে নতুন বছরের শুভেচ্ছা জানান আয়েবা মহাসচিব কাজী এনায়েত উল্লাহ । বিশেষ অথিতি হিসেবে শুভেচ্ছা জানান – ফ্রান্স আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আবুল কাশেম, সাধারণ সম্পাদক দিলওয়ার হোসেন কয়েছ, সহ সভাপতি মুক্তিযোদ্ধা জিয়াউল হক চৌধুরী নাসির ।

এ ছাড়াও উপস্থিত বাংলা অটো স্কুলের পরিচালক হোসেন সালাম রহমান, বাংলা অটো গ্যারেজের ব্যবস্থাপক শরীফ রহমান, বাংলা ফার্নিচারের চেয়ারম্যান মিয়া মাসুদ ।

এমদাদুল হক স্বপন বলেন , স্বরিলিপি সবসময়ই দেশের সংস্কৃতিকে প্রাধান্য দিয়ে আসছে যার ব্যাতয় এই অনুষ্ঠানেও ঘটেনি । অনুষ্ঠানে অংশগ্রহণকারী এ দেশে বেড়ে উঠা নতুন প্রজন্ম বাংলা গান শুনেছে , বাংলায় কথা বলেছে আমি মনেকরি এটাই এই অনুষ্ঠানের বড় প্রাপ্তি । সন্ধ্যা থেকে শুরু করে মধ্যরাত পর্যন্ত চলে স্বরলিপির এ আনন্দ আয়োজন অনুষ্ঠান ।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys