নিউজ ডেস্ক: ফ্রান্সে খৃষ্টীয় নতুন বছরকে স্বাগত জানিয়ে আনন্দ আয়োজন অনুষ্ঠানের আয়োজন করে সাংস্কৃতিক সংগঠন স্বরলিপি শিল্পী গোষ্ঠী । রোববার রাজধানী প্যারিসের স্হানীয় একটি রেস্টুরেন্টের হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয় ।

ফ্যামিলি গেট টুগেদার বলা হলেও কমিউনিটির নানা গুনীজন, রাজনৈতিক ব্যাক্তিত্ব সহ সবার উপস্হিতিতে অনুষ্ঠানটি ফ্যামিলির সীমাবদ্ধ ছাড়িয়ে সবার মিলন মেলায় পরিণত হয় । সন্ধ্যা থেকেই আসতে শুরু করেন অতিথিরা । এক সময় পুরো হল পরিপূর্ন হয়ে যায় ।
ইংরেজী নতুন বছরের অনুষ্ঠান হলেও পুরো অনুষ্ঠান জুড়েই ছিল দেশীয় আমেজ । দেশাত্ববোধক গান থেকে শুরু করে হালের সাদা সাদা কালা কালা গান পরিবেশন করেন স্হানীয় শিল্পীরা । তবে শুধু গানেই নয়; খাবারেও ছিল দেশের ছোয়া। দেশীয় শীতের নানা পিঠাপুলি ও নানা মুখরোচক খাবার পরিবেশন করা হয় উপস্থিত অতিথিদের মাঝে ।
আনন্দ আয়োজনের এ অনুষ্ঠানে ছিল নাচ আর তাতে অংশগ্রহণ করেন উপস্থিত অতিথিরাই!
নতুন বছরের অনুষ্ঠান আর কেক কাটা না হলে কি তার পরিপূর্নতা পায় ? আর তাই তো অথিতিদের নিয়ে নতুন বছরের কেক কাটেন সংগঠনের সদস্যরা ।
সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলীর উপস্থাপনায় ও এমদাদুল হক স্বপনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে নতুন বছরের শুভেচ্ছা জানান আয়েবা মহাসচিব কাজী এনায়েত উল্লাহ । বিশেষ অথিতি হিসেবে শুভেচ্ছা জানান – ফ্রান্স আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আবুল কাশেম, সাধারণ সম্পাদক দিলওয়ার হোসেন কয়েছ, সহ সভাপতি মুক্তিযোদ্ধা জিয়াউল হক চৌধুরী নাসির ।
এ ছাড়াও উপস্থিত বাংলা অটো স্কুলের পরিচালক হোসেন সালাম রহমান, বাংলা অটো গ্যারেজের ব্যবস্থাপক শরীফ রহমান, বাংলা ফার্নিচারের চেয়ারম্যান মিয়া মাসুদ ।
এমদাদুল হক স্বপন বলেন , স্বরিলিপি সবসময়ই দেশের সংস্কৃতিকে প্রাধান্য দিয়ে আসছে যার ব্যাতয় এই অনুষ্ঠানেও ঘটেনি । অনুষ্ঠানে অংশগ্রহণকারী এ দেশে বেড়ে উঠা নতুন প্রজন্ম বাংলা গান শুনেছে , বাংলায় কথা বলেছে আমি মনেকরি এটাই এই অনুষ্ঠানের বড় প্রাপ্তি । সন্ধ্যা থেকে শুরু করে মধ্যরাত পর্যন্ত চলে স্বরলিপির এ আনন্দ আয়োজন অনুষ্ঠান ।