নিউজ ডেস্ক: নাইজেরিয়ায় নৌকাডুবির ঘটনায় ৭৬ জন নিহত হয়েছেন। নিহতরা সবাই বন্যার পানি থেকে বাঁচতে নৌকায় করে নিরাপদ স্থানে যাচ্ছিলেন।
যাত্রাপথে নৌকাটি ডুবে গেলে প্রাণহানির ঘটনা ঘটে। গত ৭ অক্টোবর নাইজেরিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলীয় প্রদেশ আনামব্রায় এ ঘটনা ঘটে। খবর বিবিসির।
দুর্ঘটনাকবলিত নৌকায় কমপক্ষে ৮০ জন আরোহী ছিলেন। নিহতদের বেশিরভাগই নারী ও শিশু।
নাইজেরিয়ার প্রেসিডেন্ট মুহাম্মাদ বুহারি ‘মর্মান্তিক’ এ দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। তিনি দেশের পানি পরিবহণ ব্যবস্থাজুড়ে নিরাপত্তাব্যবস্থা পর্যালোচনার নির্দেশ দিয়েছেন।
স্থানীয় গণমাধ্যম জানায়, বন্যাদুর্গত মানুষদের নিয়ে ওগবাকুবার নকোবাজারে যাওয়ার সময় নৌকাটির ইঞ্জিন বিকল হয়ে একটি সেতুতে আঘাত পেয়ে ডুবে যায়।
চলতি বছর নাইজেরিয়ার ৩৬টি রাজ্যের মধ্যে আনামব্রাসহ ২৯টিই বন্যার কবলে পড়েছে। বন্যার পানি এরই মধ্যে অসংখ্য বাড়িঘর ও বিপুল পরিমাণ ফসল ভাসিয়ে নিয়ে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে অন্তত ৫ লাখ মানুষ।