1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০৪:৩৯ পূর্বাহ্ন

বিপিএলে টাকার অভাব, করবে না উদ্বোধনী অনুষ্ঠান

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর, ২০২২

নিউজ ডেস্ক: সাতটি ফ্র্যাঞ্চাইজি নিয়ে নবম আসর মাঠে গড়াবে সেটি নিশ্চিত করেছে বিপিএল গর্ভনিং কাউন্সিল। ২০২৩ সালের জানুয়ারিতে মাঠে গড়াবে বিপিএলের নবম আসর। যেখানে থাকবে না উদ্বোধনী অনুষ্ঠান।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিসিবি পরিচালক ও বিপিএল গর্ভনিং কাউন্সিলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক।

বিপিএল বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে জমজমাট আসর। একটা সময় বেশী নজর কাড়া বিপিএলের জৌলুস হারিয়ে যেতে বসেছে। একটা সময় বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান মাতিয়েছেন ক্যাটরিনা কাইফ, ঋত্বিক রোশনের মতো তারকা। এছাড়াও বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান মাতাতে দেখা গিয়েছে সালমান খান, জ্যাকলিন ফার্নান্দেজ সহ বাপ্পী লাহিড়ির মতো তারকারা। এই তারকাদের জন্য মোটা অঙ্কের টাকা খরচ করতে হয়েছে বিসিবিকে।

এছাড়াও সর্বশেষ জমকালো আয়োজনের দেখা মিলেছিলো বঙ্গবন্ধুর শততম জন্মবার্ষিকীতে। যেখানে মোটা অঙ্কের টাকার বিনিময়ে মঞ্চ মাতিয়েছিলেন এ আর রহমান। কিন্তু বিপিএলের নবম আসর তথা ৬ জানুয়ারি হতে শুরু হওয়া আসরে থাকবে না কোনো জমকালো আয়োজন।

সোমবার (২৬ সেপ্টেম্বর) বিপিএলের ভেন্যুসহ নানান বিষয়ে গণমাধ্যমের মুখোমুখি হন হায়দার মল্লিক। সেখানে উঠে আসে উদ্বোধনী অনুষ্ঠানের বিষয়টি। কিন্তু হায়দার মল্লিক সরাসরি জানিয়ে দেন এবারের আসরে থাকছে না জমকালো আয়োজন। মূলত খরচ বাঁচাতেই নবম আসরে হবে না উদ্বোধনী অনুষ্ঠান। তিনি বলেন, “খরচ কমানোর লক্ষ্যে এবার উদ্বোধনী অনুষ্ঠান থাকছে না।”

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys