বাংলার ইতিহাসে শত শত অর্জনের গল্প রয়েছে। সেই গল্পেরা আজও পাখা মেলে সুদূর আকাশে। তবে সেই গল্পের মধ্যমনি যদি হয় তাহলেতো আনন্দে বুকটা ভরে ওঠে। হ্যাঁ, তেমনি এক অর্জন নিয়ে ফিরছে আমাদের সােনার কন্যারা।
সাফের ফাইনালে স্বাগতিক নেপালকে ৩-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো দক্ষিণ এশিয়ার সেরার মুকুট মাথায় তুলেছেন সাবিনা-কৃষ্ণারা। পুরুষ ও নারীদের সাফের ইতিহাসে এটা বাংলাদেশের দ্বিতীয় শিরোপা। এর আগে ১৯ বছর আগে ২০০৩ সালে ঘরের মাঠে জাতীয় পুরুষ ফুটবল দল মালদ্বীপকে টাইব্রেকারে হারিয়ে শিরোপা জিতেছিল। তারও আগে ১৯৯৯ সালে দক্ষিণ এশিয়ান গেমসে (এসএ গেমস) ফুটবল ইভেন্টে এই রঙ্গশালা স্টেডিয়ামেই নেপাল জাতীয় পুরুষ দলকে হারিয়ে স্বর্ণ জিতেছিল বাংলাদেশ।
দেশকে দক্ষিণ এশিয়ার ফুটবলের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে ট্রফি জেতানোয় সাবিনাদের বিমানবন্দর থেকে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফ) ভবন পর্যন্ত ছাদখোলা বাসে সংবর্ধনা দেয়া হবে বলেও জেনেছি। তাদের এই সর্ণজয়ী অর্জন জাতি মনে রাখবে প্রাণ বহুকাল।