1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৩:১৮ পূর্বাহ্ন

সাংবাদিক রাজীব নূরের ওপর সন্ত্রাসী হামলায় বিজেএফডির নিন্দা

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : সোমবার, ১২ সেপ্টেম্বর, ২০২২

নিউজ ডেস্ক: বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের স্পেশাল অ্যাসাইনমেন্ট এডিটর রাজীব নূর সহ আরও তিন সাংবাদিকের ওপর বর্বরোচিত সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়েছে ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ফোরাম-ঢাকা (বিজেএফডি)।

রবিবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিজেএফডির সভাপতি সৈয়দ ইশতিয়াক রেজা ও সাধারণ সম্পাদক শাহ মুহাম্মদ মুতাসিম বিল্লাহ এক বিবৃতির মাধ্যমে এই হামলার নিন্দা জানান। সেই সঙ্গে দোষীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবীও জানিয়েছেন ।

জানা যায়, ভূপর্যটক ও ভ্রমণকাহিনী লেখক রামনাথ বিশ্বাসের হবিগঞ্জের বানিয়াচং উপজেলার ২ নং উত্তর-পশ্চিম ইউনিয়নের একটি বাড়ি ওয়াহেদ মিয়া নামে এক দখলদার বহুদিন যাবৎ দখল করে রেখেছেন। রোববার দুপুরের স্থানীয় সাংবাদিকদের নিয়ে রাজীব নূর সরেজমিন প্রতিবেদন করতে গেলে দখলদার ওয়াহেদ মিয়া ও তার লোকজন রাজীব নূরের ওপর চড়াও হন। পরে ওয়াহেদ মিয়ার ছেলে ওয়ালিদসহ কয়েকজন এসে রাজীব নূরের মোবাইল কেড়ে নেন বলে সাংবাদিকদের জানিয়েছেন স্থানীয় লোকজন।

ঘটনার আকষ্মিকতায় এক পর্যায়ে দখলদার ওয়াহেদ মিয়ার লোকজন জড়ো হয়ে লাঠিসোঁটা দিয়ে রাজীব নূরের ওপর আক্রমণ চালান ও মারধর শুরু করেন। এ বিষয়ে স্থানীয় সমাচার পত্রিকার এক সাংবাদিক বানিয়াচং থানায় একটি অভিযোগ দায়ের করেছে বলে জানান রাজীব নূর নিজেই।

হামলার শিকারদের মধ্যে রাজীব নূর ছাড়াও রয়েছেন বানিয়াচং প্রেস ক্লাবের সভাপতি ও কালের কণ্ঠের বানিয়াচং প্রতিনিধি মোশাহেদ মিয়া, হবিগঞ্জ সমাচার পত্রিকার বানিয়াচং প্রতিনিধি তৌহিদ মিয়া এবং দেশসেবা পত্রিকার বানিয়াচং প্রতিনিধি আলমগীর রেজা।

সংবাদ সংগ্রহের কারণে রাজীব নূর সহ সাংবাদিকদের ওপর হামলাকে বর্বোরোচিত উল্লেখ করে বিজেএফডি নেত্রীবৃন্দ এই ঘটনার সঙ্গে জড়িতদের যত দ্রুত সম্ভব গ্রেপ্তারের দাবি জানান। সেই সঙ্গে দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানান।

 

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys