1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০৫:৪২ পূর্বাহ্ন

ভক্তদের জন্য সাকিবের দুঃখ প্রকাশ

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : শনিবার, ৩ সেপ্টেম্বর, ২০২২

নিউজ ডেস্ক: স্টেডিয়ামের গ্যালারি কানায় কানায় পূর্ণ। মনে হচ্ছিল দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম নয়, খেলা হচ্ছে মিরপুরের সবুজ গালিচায়।

‘বাংলাদেশ-বাংলাদেশ’ চিৎকারে গোটা স্টেডিয়াম নিজেদের করে নিয়েছিলেন ভক্তরা। একপাশে শ্রীলঙ্কার সমর্থকদের উচ্ছ্বাস থাকলেও তা ছিল একেবারেই কম। দেশে হোক বা বাইরে, প্রিয় লাল-সবুজের পতাকা ও দেশের ক্রিকেটারদের টানে মাঠে হাজির হয়ে যান ভক্তরা। দলের জয়ে তারা আনন্দিত হন। ব্যর্থতায় কষ্ট পান। তবুও বারবার ফেরেন মাঠে। জয়ের আশায়।

বৃহস্পতিবার (০১ সেপ্টেম্বর) দুবাইয়ে এমনই একটি রাত গেল বাংলাদেশের দর্শকদের। রোমাঞ্চ, উত্তেজনা ছড়ানো এক ম্যাচে বাংলাদেশকে হারিয়ে শ্রীলঙ্কা এশিয়া কাপের সুপার ফোরে উঠেছে। বাংলাদেশ টানা দুই হারে গ্রুপপর্ব থেকেই বিদায় নিয়েছে।

সাকিবরা ভক্তদের জয় উপহার দিতে না পারলেও তাদের ভালোবাসা ও একনিষ্ঠ সমর্থনে অভিভূত। তাইতো ম্যাচ হারের পর তাদের জন্য দুঃখ প্রকাশ করেছেন অধিনায়ক সাকিব। পুরস্কার বিতরণী মঞ্চে সাকিব বলেছেন, ‘ভক্তদের জন্য সত্যিই খারাপ লাগছে। আমরা যেখানেই যাই তারা সব সময় আমাদের সমর্থন যোগাতে চলে আসেন। সব সময় আমাদের পাশে থাকেন। আমাদের জিততে দেখতে চান। আশা করছি সামনে তাদের জন্য ভালো করবো।’

বাংলাদেশ আজ জয়ের কাছাকাছি ছিল। শেষ দিকে এসে তরী ডুবিয়েছে। ব্যাটিংয়ে ১৮৩ রানের বিশাল পুঁজি পাওয়ার পর বোলিংয়ে বাংলাদেশ আঁটসাঁট ছিল। নিয়মিত উইকেট তুলে চাপে রেখেছিল স্বাগতিকদের। কিন্তু ডেথ ওভারে তালগোল পাকানো বোলিংয়ে সব এলোমেলো হয়ে যায়। সাকিব ম্যাচ শেষে জানিয়েছেন, এই ডেথ ওভারেই বাংলাদেশের উন্নতি করতে হবে।

‘আমি মনে করি শেষ দিকে কয়েকটি ওভারের কারণে আমরা ম্যাচটা হেরেছি। ওদের ৮টা উইকেট চলে গিয়েছিল। তবুও ৪ বল আগে জিতেছে। এটা প্রমাণ করে যে আমরা ডেথ ওভারে কতটা পিছিয়ে।’- বলেছেন সাকিব।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys