1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫, ০৯:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
একটি নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে চাই : তারেক রহমান শহীদদের রক্তের ঋণ শোধে ঐক্যবদ্ধ হওয়ার ডাক দিলেন তারেক রহমান সোমবার হাদিকে থাইল্যান্ডে নিতে চায় পরিবার তারেক রহমান দেশে ফিরছেন ২৫ ডিসেম্বর আয়েবা সভাপতি ড. জয়নুল আবেদিনের মৃত্যুতে মহাসচিব এনায়েত উল্লাহর শোক বাংলাদেশের প্রথম ‘সার্টিফায়েড ব্রডকাস্ট টেকনোলজিস্ট’ সালাউদ্দিন সেলিম এফবিসিসিআই–কে আধুনিকীকরণ: ডিজিটাল ট্রান্সফরমেশনের পথে যাত্রা ব্যবসা-বাণিজ্যের পরিসরে তিনি একজন স্বপ্ন-অনুসন্ধিৎসু নারী ফ্রান্সে বিএনপি’রর প্রাথমিক সদস্য গ্রহণের জন্য আলোচনা সভা অনুষ্ঠিত ফ্রান্সে সিলেটবাসীর ৮ দফা’র প্রতি সংহতি প্রকাশ

প্রত‍্যাশা সুনামগঞ্জ এসোসিয়েশনের অভিষেক ও আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : শুক্রবার, ২৬ আগস্ট, ২০২২

মিনহাজ হোসেন বিশেষ প্রতিনিধি: ইতালি নাপোলীতে বসবাসরত প্রবাসী বাংলাদেশীদের নিয়ে গঠিত স্বেচ্ছাসেবী সংগঠন সুনামগঞ্জ এসোসিয়েশন, সানজুসেপ্পে অত্তাভিয়ানো তেরছিনু নাপোলীর অভিষেক ও আনন্দ ভ্রমণ‌‌ অনুষ্ঠিত হয়েছে।

রোববার আয়োজিত এই আনন্দ ভ্রমণ ও অভিষেক এ ইতালিতে বসবাসরত বৃহত্তর সিলেট অঞ্চলের প্রবাসীরা ছাড়াও অন্যান্য জেলার বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি বনভোজনে যোগ দেন। ফলে বনভোজন প্রবাসীদের মিলনমেলায় পরিণত হয়।

প্রত‍্যাশা সুনামগঞ্জ এসোসিয়েশনের অভিষেক ও আনন্দ ভ্রমণে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি প্রাণ কৃষ্ণ বনিক, সাধারণ সম্পাদক নাজমুল আলম পরিচালনায় সংগঠনের নির্বাহী সভাপতি সৈয়দ আব্দুল খালিক, সিনিয়র সহ সভাপতি আলী হোসেন, সহ সভাপতি শিশু মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বক্তব্যতে সংগঠন গঠনের লক্ষ্য ও উদ্দেশ্যে তোলে ধরেন।

বক্তারা প্রবাসী ও দেশবাসীদের কল‍্যাণে গঠিত প্রত‍্যাশা সুনামগঞ্জ এসোসিয়েশন এর প্রতিটি উদ্দোগে সবার সহযোগিতা কামনা করেন। এবং‌ উপস্থিত সকল আঞ্চলিক, সামাজিক, রাজনৈতিক, সংস্কৃতিক, সাংবাদিক‌ সংগঠনের নেতৃবৃন্দ ও প্রবাসীদের শুভেচ্ছা জানান।

দীর্ঘদিন পর প্রবাসী বাংলাদেশিরা একে অন্যকে কাছে পেয়ে আবেগতাড়িত হয়ে পড়েন, মেতে ওঠেন সুখ-দুঃখের আলাপনে। কেউ কেউ ঘুরে ঘুরে প্রাকৃতিক সৌন্দর্য সবুজে ঘেরা ঝরনা আর পানির সৌন্দর্য উপভোগ করেন। শিশু-কিশোরদের বাঁধভাঙা উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো।

বনভোজনে অংশগ্রহণকারী বয়স্করাও বয়সের সীমাবদ্ধতা ভুলে প্রাণের উচ্ছ্বাসে মেতে ওঠেন। এরই মধ্যে নানা ধরনের আনন্দ আয়োজন উপভোগ করতে করতে মধ্যাহ্ন ভোজ পরিবেশিত হয়। হরেক পদের মুখরোচক খাবার খেয়ে তৃপ্ত হন বনভোজনে আসা প্রবাসীরা। বনভোজনে শিশু‌ কিশোর‌ তরুণ ও নারীদের জন্য ছিল নানা ধরনের খেলাধুলায় আয়োজন। এ ছাড়া র‍্যাফল ড্রয়ে ছিল আকর্ষণীয় পুরস্কারের সমাহার।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys