ফ্রান্সে সিলেট শাহজালাল স্পোর্টিং ক্লাবের আয়োজনে ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন হয়েছে।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে -খেলাধুলা যেমন শরীর ও মনকে চাঙ্গা করে তেমনি তরুন সমাজকেও বিপথগামীতার হাত থেকে রক্ষা করে বলে অভিমত ব্যক্ত করেন অতিথিরা।
রাজধানী প্যারিসের লা কর্ণভ ফুটবল খেলার মাঠে মোট আটটি দল নিয়ে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল ।
ফাইনালে ইলেভেন স্টার ক্লাবকে হারিয়ে বেঙ্গল বয়েল স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন হয়।
মাঠে খেলা দেখতে বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশীদের পাশাপাশি অন্যান্য দেশীয় ফুটবলপ্রেমী দর্শকরা উপস্থিত ছিলেন।
খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন উপস্থিত অতিথিরা।
সংগঠনের সভাপতি ফয়ছল উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক চৌধুরী মারুফ অমিতের পরিচালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফ্রান্স আওয়ামী লীগের সভাপতি এম এ কাশেম ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফ্রান্স আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দিলওয়ার হোসেন কয়েছ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফ্রান্স আওয়ামী লীগের সহ-সভাপতি সরোয়ার মির্জা, শাহজাহান রহমান, সুব্রত ভট্টাচার্য শুভ, আমিনুর রহমান, কাউসার গিয়াস, এমদাদুল হক স্বপন, মাসুদ আহমেদ, আলি আহমেদ জুবায়ের ,আব্দুল্লাহআল তায়েফ, সালেহ আহমেদ, আমিনুর রহমান ফারুক, হারুন আহমেদ সহ অন্যান্যরা।