1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
সোমবার, ১৪ জুলাই ২০২৫, ০৭:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সে শিশুতোষ ‘ইপিএস কমিউনিটি মেধা অন্বেষণ’ অনুষ্ঠান সম্পন্ন অভিভাবক সমাবেশে শিক্ষার আলো ছড়াল বাংলাদেশ কমিউনিটি মসজিদ প্যারিসে ২৫তম ট্রপিক্যাল কার্নিভাল উদযাপন ফ্রান্সের চাহিদাসম্পন্ন পেশার জন্য দরকারি তথ্য সিভি জমার মধ্য দিয়ে ফ্রান্স বিএনপি নেতৃত্ব নির্বাচনের প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার নিয়ে হতাশা প্রকাশ ভারতের রহস্যজনক মৃত্যু ‘কাটা লাগা’খ্যাত শেফালির আবারো ইরান হামলার হুমকি ট্রাম্পের! ষড়যন্ত্র আর নোংরামি আর যেসব অভিযোগ এনে ‘বৈষম্যবিরোধী প্ল্যাটফর্ম’ ছাড়লেন উমামা প্যারিসে বর্ণিল আয়োজনে স্বরলিপি শিল্পী গোষ্ঠীর মনোমুগ্ধকর বৈশাখী মেলা

সংসদ ভবনে এসি, বাতি বন্ধ রেখে স্থায়ী কমিটি বৈঠক

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : বুধবার, ২০ জুলাই, ২০২২

নিউজ ডেস্ক: যুদ্ধের প্রভাবে বিশ্বে জ্বালানির বাজার চরম অস্থিতিশীল। চারিদিকে জ্বালানি সংকট। এমন পরিস্থিতিতে দেশের অর্থনীতি যাতে কোনো বড় ধরনের ক্ষতির সম্মুখীন না হয় সে লক্ষ্যে সরকার আগেভাগেই সতর্কতামূলক ব্যবস্থা নিচ্ছে। এরই প্রেক্ষিতে জ্বালানি তেলের সংকট কাটাতে ও বিদ্যুৎ সাশ্রয়ে প্রতিদিন এলাকাভিত্তিক শিডিউল করে লোডশেডিংয়ের ঘোষণা দেওয়া হয় সোমবার। মঙ্গলবার থেকে দেশে শুরু হয়েছে শিডিউলভিত্তিক লোডশেডিং কার্যক্রম।

এদিকে বিদ্যুৎ সাশ্রয়ের বিষয়টি বিবেচনায় রেখে দিনের আলোতে জাতীয় সংসদের কেবিনেট কক্ষে বৈঠক করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। এ সময় বৈদ্যুতিক বাতি ও এসি বন্ধ রাখা হয়।

মঙ্গলবার (১৯ জুলাই) বিকেল ৩টায় এই বৈঠক শুরু হয়।

বৈঠক শেষে কমিটির সভাপতি সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ওয়াসিকা আয়শা খান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

বৈঠকে কমিটির সদস্য মো. নূরুল ইসলাম তালুকদার, খালেদা খানম এবং নার্গিস রহমান অংশ নেন। এদিন ২৬তম বৈঠকের কার্যবিবরণী নিশ্চিত করা হয় এবং ওই বৈঠকে গৃহীত সিদ্ধান্তগুলোর অগ্রগতি সম্পর্কে বিস্তারিত আলোচনা হয় সেখানে।

এ ছাড়াও, দেশের সার্বিক বিদ্যুৎ ব্যবস্থাপনায় প্রধান বিদ্যুৎ পরিদর্শন (সিইআই) দপ্তরের কার্যক্রম ও এর ভূমিকা সম্পর্কেও বৈঠকে বিস্তারিত আলোচনা হয়।

এ সময় সেখানে আরও উপস্থিত ছিলেন, বিদ্যুৎ বিভাগের সচিব, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান, স্রেডার চেয়ারম্যান, বিইপিআরসির চেয়ারম্যান এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

 

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys