ফ্রান্সে অজ্ঞাত দুষ্কৃতিকারীদের হামলায় নিহত সোহেল রানার জানাজা সম্পন্ন হয়েছে
বৃহস্পতিবার দুপুরে অভারবিলার বাংলাদেশ জামে মসজিদে জানাজা সম্পন্ন হয় ।
এতে বাংলাদেশী কমিউনিটির নানা শ্রেণি-পেশার মানুষ , পরিবারের সদস্য ও স্বজনরা অংশগ্রহণ করেন।
সোহেল রানা গত ২৫ শে মে কর্মস্থল থেকে ফেরার পথে অজ্ঞাত দুষ্কৃতিকারীদের হামলার শিকার হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
তার স্ত্রী ও এক সন্তান ফ্রান্সে বসবাস করেন।
তার মৃত্যুতে ফ্রান্সের বাংলাদেশী কমিউনিটি ফুঁসে ওঠে ও প্রতিবাদ সমাবেশ করে ফ্রান্স প্রশাসনের কাছে এই হত্যার বিচার দাবি করে।
জানাজা শেষে তার মরদেহ বাংলাদেশে প্রেরণ করা হয়।
নিহত সোহেল রানা মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান থানার লতীফদী ইউনিয়নের খিদিরপুরের বাসিন্দা ।
বাংলাদেশে ঢাকায় দ্বিতীয় ও গ্রামের বাড়িতে তৃতীয় জানাজা শেষে সেখানেই তাকে দাফন করার কথা রয়েছে।