নিউজ ডেস্ক: ইতালি প্রবেশে করোনা ভাইরাস সম্পর্কিত বিধি-নিষেধ তুলে নেওয়া হচ্ছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় সোমবার এক ঘোষণায় এ কথা জানায়। সূত্র বলছে, ইতালী প্রবেশে তথাকথিত ‘গ্রিন পাস’ আর লাগবে না। এটির মেয়াদ ৩১ মে শেষ হচ্ছে। এই মেয়াদ আর বাড়ানো হবে না।
ইউরোপের দেশগুলোর মধ্যে ইতালিতে প্রথম করোনা ভাইরাস আঘাত হানে। দেশটিতে ২০২০ সালের প্রথম দিকে করোনা ভাইরাস শনাক্ত হয়। করোনা মোকাবেলায় দেশটি নানা রকমের কঠোর পদক্ষেপ নেয়। এর মধ্যে রয়েছে সকল কর্মীর গ্রিন পাস প্রদর্শন বাধ্যতামূলক। স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, সংক্রমণ কমায় এবং দেশের অধিকাংশ লোক টিকা নেয়ায় বর্তমানে এই পদক্ষেপ নেয়া হচ্ছে। তবে অধিকাংশ বিধি নিষেধ তুলে নেয়া হলেও গণপরিবহন ও স্কুলে মাস্ক এখনও বাধ্যতামূলক রয়েছে।