নিউজ ডেস্ক: প্রবাসে অদক্ষ শ্রমিকদের কর্মসংস্থানের বাজার ছোট হয়ে আসছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমদ।
বৃহস্পতিবার বিকেলে কাতারে বাংলাদেশি জনশক্তি প্রেরণ নিয়ে বাংলাদেশ-কাতার জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের বৈঠক নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি ।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ বলেন, প্রবাসে অদক্ষ কর্মসংস্থানের বাজার ছোট হয়ে কারিগরী প্রশিক্ষণ ও বিভিন্ন টেকনিক্যাল বিষয়ের ওপর গুরুত্ব বাড়ছে। যেমন, বুলডোজার এবং ভারী যানবাহন পরিচালনার বিষয় উল্লেখ করা যায়।