1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ১০:১৮ পূর্বাহ্ন

দেশের বিভিন্ন জেলায় আজ ঈদ উদযাপন

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : সোমবার, ২ মে, ২০২২

নিউজ ডেস্ক: সারাদেশের বিভিন্ন জেলায় আগাম ঈদ পালিত হচ্ছে। সৌদি আরবের সঙ্গে মিল থেকে প্রতিবারের ন্যায় এবারও এসব এলাকার মানুষ ঈদ উদযাপন করছেন।

ঈদ জামাত শেষে কোলাকুলি ও হাত মিলিয়ে মুসল্লিরা কুশল বিনিময় করেন। যুগান্তরের প্রতিনিধিদের পাঠানো খবর।

সাতকানিয়া (চট্টগ্রাম): দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়া, চন্দনাইশ, পটিয়া, লোহাগাড়া, বাঁশখালী উপজেলার প্রায় অর্ধশতাধিক গ্রামে সোমবার পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয়েছে। সাতকানিয়া উপজেলার মির্জাখীল দরবার শরীফের অনুসারিরা আজ এই ঈদ উদযাপন করেন।

দক্ষিণ চট্টগ্রামের অন্যতম সুফি সাধক হজরত মাওলানা মোখলেছুর রহমান (র.) দীর্ঘ ২০০ বছর আগে এ নিয়মের প্রবর্তন করেন। তার মুরিদান সাতকানিয়া উপজেলার মির্জাখীল দরবার শরিফের অনুসারীরা দীর্ঘ ২০০ বছর আগে থেকে সৌদি আরবের সময়ানুযায়ী এক দিন আগে থেকে রোজা, ঈদুল ফিতর ও ঈদুল আজহা পালন করে থাকেন। সে হিসেবে আজ সোমবার পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয়েছে।

মির্জাখীল দরবার শরিফের অনুসারিরা সাতকানিয়া উপজেলার মির্জাখীল, সোনাকানিয়া, গারাঙ্গিয়া ও গাটিয়াডাঙ্গা; লোহাগাড়া উপজেলার কলাউজান, বড়হাতিয়া, পুটিবিলা, চরম্বা ও চুনতি; বাঁশখালী উপজেলার জালিয়াপাড়া, ছনুয়া, মক্ষিরচর, চাম্বল, শেখেরখীল, ডোংরা; আনোয়ারা উপজেলার তৈলারদ্বীপ, বরুমচড়া; বাঁশখালীর কালিপুর; পটিয়া উপজেলার হাইদগাঁও, বাহুলী, ভেল্লাপাড়াসহ অর্ধশতাধিক গ্রামের দুই লাখেরও বেশি মানুষ ঈদুল ফিতর উদযাপন করেন।

সাতকানিয়ার মির্জাখীল দরবার শরিফে ঈদের প্রধান নামাজের ইমামতি করেন ড. মাওলানা মোহাম্মদ মকছুদুর রহমান ।

টেকেরহাট (মাদারীপুর): সোমবার মাদারীপুর জেলার ৪০ গ্রামে ঈদ-উল ফিতর উদযাপিত হচ্ছে। সকাল সাড়ে ৮টায় সদর উপজেলার কালিকাপুর ইউনিয়নের তাল্লুক গ্রামের চর কালিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়।

হযরত সুরেশ্বরী (র.) এর ভক্ত অনুসারীরা মাদারীপুরের তিন উপজেলার ৪০ গ্রামের লক্ষাধিক মানুষ সোমবার (২মে) ঈদ-উল ফিতর উদযাপন করছেন। বিষয়টি নিশ্চিত করেন সুরেশ্বর দরবার শরীফের পীর খাজা শাহ সূফী সৈয়দ নূরে আক্তার হোসাইন-এর ভক্ত-অনুসারী চরকালিকাপুর গ্রামের জাকির মুন্সী।

সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার সুরেশ্বর দ্বায়রা শরীফের
প্রতিষ্ঠাতা হযরত জানশরীফ শাহ্ সুরেশ্বরী (রাঃ) এর মাদারীপুর ও শরীয়তপুর জেলাসহ বাংলাদেশের প্রায় দেড় কোটি ধর্মপ্রাণ মুসলমান আজ (২মে) সোমবার ঈদ করছেন। সুরেশ্বর দরবার শরীফের মুরিদানরা পঞ্জিকার তিথি দেখে একদিন পূর্বে রোজা রাখেন এবং একদিন পূর্বে ঈদ উদযাপন করেন। সে হিসেবে মাদারীপুর সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়নের চরকালিকাপুর, মহিষেরচর, পূর্ব পাঁচখোলা, জাজিরা, কাতলা, তালুক, খোয়াজপুর ইউনিয়নের চরগোবিন্দপুর, পখিরা, খোয়াজপুর, কুনিয়া ইউনিয়নের দৌলতপুর, কালিকাপুর ইউনিয়নের কালিকাপুর, হোসনাবাদ, ছিলারচর ইউনিয়নের রঘুরামপুর, আংগুলকাটা, হাজামবাড়ী, শিবচর উপজেলার বাহেরচর, কেরানীরবাট, কালকিনির রমজানপুর, কয়ারিয়া, রামারপুল, সাহেবরামপুর, আন্ডারচর, খাশেরহাটসহ জেলার ৪০ গ্রামের গ্রামে এলাকা ভিত্তিক লক্ষাধিক মানুষ আজ ঈদ উদযাপন করছেন।

তাহিরপুর, (সুনামগঞ্জ): সৌদি আরবের সঙ্গে মিল রেখে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করেছেন সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার চার গ্রামের শতাধিক পরিবার।

সোমবার উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের আমতৈল, রজনীলাইন, পুরানঘাট ও বাদাঘাট ইউনিয়নের লাউড়েরগড় গ্রামের শতাধিক পরিবার ঈদুল ফিতর উদযাপন করেন।

ঈদ উদযাপনকারী উপজেলার আমতৈল গ্রামের বাসিন্দা কয়লা ব্যবসায়ী হাজি মো. মতি মিয়া জানান, চট্টগ্রামের সাতকানিয়ার ‘মির্জা কিল দরবার শরীফ’ এর অনুসারী তারা। তাদের পূর্ব পুরুষরা ওই দরবার শরীফের মুরিদ।

সেখানকার দিক-নির্দেশনা অনুযায়ী তারা সৌদি আরবের সঙ্গে মিল রেখেই রোজা ও পবিত্র ঈদুল ফিতর পালন করেন। তবে ঈদুল আযহা সারাদেশের ন্যায় উদযাপন করেন।

লক্ষ্মীপুর: সৌদি আরবের সঙ্গে মিল রেখে একদিন আগেই ঈদুল ফিতর উদযাপন করছে লক্ষ্মীপুরের ১১ গ্রামের মানুষ। সোমবার সকাল ১০ টায় রামগঞ্জ উপজেলার দক্ষিণ পূর্ব নোয়াগাঁও তালিমুল কুরআন নূরানী মাদরাসা ঈদগাহ ময়দানে ঈদের নামাজ আদায় করেছেন মুসল্লিরা। এ উপজেলার ৪ টি ও রায়পুর উপজেলার একটি মসজিদে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়েছে।

মাওলানা ইসহাকের (র.) অনুসারী হিসেবে ৪৫ বছর ধরে এ নিয়ম পালন করে আসছেন তারা।

পিরোজপুর: পিরোজপুরের মঠবাড়ীয়া উপজেলার সাপলেজা ইউনিয়নের ছয় গ্রামের সাড়ে চার শত, নাজিরপুর উপজেলার রঘুনাথপুর গ্রামের প্রায় একশত ও কাউখালী উপজেলার শিয়ালকাঠি ই্উনিয়নের বেলতলা গ্রামের প্রায় ৫০টি পরিবার আজ ঈদুল ফিতর উদযাপন করছে।

শেরপুর: সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সাথে মিল রেখে শেরপুরের ৭টি গ্রামে আজ সোমবার আগাম ঈদুল ফিতর পালিত হয়েছে। গ্রামগুলো হলো- শেরপুর সদর উপজেলার উত্তর ও দক্ষিণ চরখারচর, বামনেরচর, গাজীরখামার গিদ্দাপাড়া, নকলা উপজেলার চরকৈয়া এবং ঝিনাইগাতী উপজেলার বনগাঁও চতল।

সোমবার সকাল ৭টা থেকে ১০টার মধ্যে এসব গ্রামে পবিত্র ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে। প্রত্যেকটি জামায়াতে দুই’শ থেকে তিনশতাধিক মুসল্লী অংশগ্রহণ করেন। এসব জামায়াতে পুরুষ মুসুল্লীদের পাশাপাশি নারী মুসল্লীরাও পর্দার ভিতরে নামাজে অংশ নেন।

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নন্নী পশ্চিমপাড়া ও গোবিন্দনগর ছয়আনি পাড়ায় আফগানিস্তানের সাথে মিল রেখে গতকাল রোববার ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে।

ভোলা: ভোলার সাত উপজেলার ১০ গ্রামের প্রায় ৫ হাজার মানুষ ঈদুল ফিরত পালন করছেন। ফরিদপুরের সুরেশ্বরী দরবার শরিফ ও সাত কানিয়া মির্জাখীল দরবার শরিফের অনুসারীদের আজ সোমবার ৯ টার দিকে ভোলার বোরহনাউদ্দিন উপজেলার টবগী ইউনিয়নের মুলাইপত্তন গ্রামের আমিন মিয়া চৌকিদার বাড়ির জামে মসজিদে জেলার সব চেয়ে বড় ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়।

এছাড়াও পর্যায়ক্রমে একই ইউনিয়নের মজনু মিয়ার বাড়ির আঙিনাসহ জেলার সাত উপজেলার বিভিন্ন গ্রামে সুরেশ্বরী দরবার শরিফ ও সাত কানিয়া মির্জাখীল দরবার শরিফের অনুসারীদের ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।

নোয়াখালী: নোয়াখালীতে সৌদি আরবের সঙ্গে মিল রেখে সোমবার সকালে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করছে ৪টি গ্রামের মুসল্লিরা।

সোমবার সকাল ৯টার দিকে বেগমগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের বসন্ত বাগ গ্রামস্থ সিনিয়র মাদ্রাসা জামে মসজি, বসন্তবাগ পোদ্দার বাড়ি জামে মসজিদ, ফাজিল পুর দায়রা শরীফ ও নোয়াখালী পৌরসভা লক্ষীনারায়নপুর গ্রামের দায়রা বাড়ি কাছারীঘর, লক্ষীনারায়নপুর গ্রামের দায়রা বাড়ি কাছারীঘর মসজিদে ঈদুল ফিতরের নামাজের জামাত অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys